ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অলোকানন্দার ‘নতুন শুরু’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১২:১৮, ২৭ জুলাই ২০২৪
অলোকানন্দার ‘নতুন শুরু’

অভিনেতা সায়ক চক্রবর্তী এবং অলোকানন্দা গুহর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিত দম্পতি। ধুতি আর পাঞ্জাবিতে সেজেছেন সায়ক। সিঁথিতে সিঁদুর শোভা পাচ্ছে অলোকানন্দার। তার মুখে চওড়া আর লাজুক হাসি। লাল পাড়ের শাড়িতে বউ সেজেছেন অলোকানন্দা। দুজনের গলায় গাজরা ফুলের বড় মালা। সায়কের বুকে পরম সুখে মাথা ঠেকিয়েছেন অলোকানন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেছেন প্রযোজক রানা। ক্যাপশনে লিখেছেন ‘নতুন শুরু’।

আরো পড়ুন:

সায়কের সঙ্গে অলোকানন্দাকে এভাবে দেখে নেটিজেনদের প্রশ্ন, ভাঙছে কি অলোকানন্দা আর পরিচালক মনোজিৎ মজুমদারের ঘর?

এ নিয়ে প্রযোজক রানা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে একটি মিউজিক ভিডিও প্রযোজনা করছেন তিনি। রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘তোমার অসীমে প্রাণমন লয়ে।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচি। এই গানের ভিডিওতে দেখা যাবে সায়ক-অলোকানন্দাকে। পর্দায় ওদের বিয়ে দেখানো হবে। ৮ অগস্ট গানের ভিডিও প্রকাশ করা হবে।

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়