ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারবিরোধী পোস্ট, ডিবি কার্যালয়ে মারজুক রাসেল

প্রকাশিত: ১৬:৪৮, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ১৭:১০, ২৮ জুলাই ২০২৪
সরকারবিরোধী পোস্ট, ডিবি কার্যালয়ে মারজুক রাসেল

ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে খোলা একটি পেজ থেকে প্রায়ই সরকারবিরোধী পোস্ট করা হয়। এসব পোস্টে অসংখ্য লাইক-কমেন্টস দেখা যায়। বিষয়টি নিয়ে বিব্রত এই অভিনেতা।

‘মারজুক রাসেল’ নামের পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে নানা ধরনের পোস্ট করছেন। বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে রোববার (২৮ জুলাই) রাজধানীর ডিবি কার্যালয়ে হাজির হন এই অভিনেতা।

আরো পড়ুন:

এ সময় গণমাধ্যমকে মারজুক রাসেল বলেন, ‘আমার নাম ও ছবি দিয়ে বেশ কয়েকদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবনযাপনের ধরন সম্পর্কে যারা ডিটেইলে জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই কনফিউজড।’

মারজুক রাসেল নিয়মিত নাটকে অভিনয় করেন। এ ছাড়া লেখালেখিও করেন তিনি।  তার অভিনীত নাটক ও গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়