ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

অভিনেতা শঙ্কর চক্রবর্তীর মৃত্যুর খবর কি সত্যি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:২৬, ১ আগস্ট ২০২৪
অভিনেতা শঙ্কর চক্রবর্তীর মৃত্যুর খবর কি সত্যি?

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ২০২২ সালের ৩১ অক্টোবর স্ত্রীকে হারিয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে খবর ছড়ায়, মারা গেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী! হঠাৎ এ খবর জানতে পেরে হতভম্ব শঙ্করের ভক্ত-অনুরাগীরা।

শঙ্করের মৃত্যু খবর শুনে তার মুঠোফোনে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম। অপরপ্রান্ত থেকে ফোন রিসিভ করেন স্বয়ং শঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, ‘আমি দিব্যি আছি, ভালো আছি। সকাল থেকে একের পর এক ফোন এসেই চলেছে। কী করে যে এমন খবর ছড়াল!’

সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন শঙ্কর চক্রবর্তী। তবে এখন পুরোপুরি সুস্থ। তবে এই মৃত্যুর গুঞ্জন নিয়ে কিছুটা বিরক্ত তিনি। একের পর এক ফোন আসায়, বেশ হতাশও। শঙ্কর চক্রবর্তীর কথায়— ‘আমার সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে, যেন আমি মরে যাচ্ছি!’

আরো পড়ুন:

স্ত্রী সোনালির মৃত্যুর পর বাড়িতে একা থাকেন শঙ্কর চক্রবর্তী। তার একমাত্র মেয়ে মুম্বাইয়ে থাকেন। যার ফলে, একাকিত্ব যে তার জীবনে রয়েছে সে কথা এর আগে এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়