এবার কলকাতায় প্রদর্শিত হবে ‘দ্য লক্ষণ দাস সার্কাস’

সরকারি অনুদানে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্য লক্ষণ দাস সার্কাস’। দিল্লির ১৪তম দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে ‘ফেস্টিভ্যাল স্পেশাল মেনশন’ পুরস্কার লাভ করেছে এটি। ভারতের কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম কলকাতা শর্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ৪ আগস্ট এ উৎসবে প্রদর্শিত হবে প্রামাণ্য চলচ্চিত্রটি। এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ঝুমুর আসমা জুঁই।
বিলুপ্তপ্রায় সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখতে ‘দ্য লক্ষণ দাস সার্কাস’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ১৯৪৭ সালের দিকে শ্রী লক্ষণ দাস একটি সার্কাসের দল গঠন করেন। যার নাম রাখা হয় ‘দি রয়েল পাকিস্তান সার্কাস’। বনের রাজা যেমন রয়েল বেঙ্গল টাইগার, তেমনি সার্কাসের রাজা লক্ষণ দাস। তিনি যখন খেলা দেখাতেন, তখন দূর দূরান্ত থেকে মানুষ তা দেখতে আসতেন।
১৯৭১ সালে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তির সংগ্রাম। লক্ষণ দাস তখন বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য ও সহযোগিতা করতেন। শ্রী লক্ষণ দাস প্রাণ হারান পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে। তার আদরের হাতিটাকেও পাঁচটা গুলি করা হয়েছিল। সমাপ্ত হয় এক মহান সার্কাস শিল্পীর জীবন।
স্বাধীনতার পর তার দুই ছেলে শ্রী অরুণ দাস ও শ্রী বীরেন দাস আবার দল গঠন করেন। যার নাম দেয়া হয় ‘দ্য রয়েল বেঙ্গল সার্কাস’ ও ‘দ্য লক্ষণ দাস সার্কাস’। গত ৬০ বছর ধরে কোনো প্রাপ্তির আশা না করে, দেশের বিভিন্ন প্রান্তে সার্কাসের মাধ্যমে সুস্থ বিনোদন দিয়ে আসছেন তারা। সার্কাসের ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছেন কঠিন সংগ্রাম। এই দলের আছে তিনটা নৌকা। একটা সময় এখানে ৭০ থেকে ৮০ জন শিল্পী সবসময় অবস্থান করতো। দলটি নৌকায় থাকে। বিভিন্ন গ্রামে গ্রামে সার্কাস প্রদর্শন করতো। কিন্তু বর্তমানে সার্কাসের কোন শো নেই বললেই চলে।
অরুণ দাস বলেন, সমস্যা হচ্ছে সার্কাসের জন্য অনুমতি পাওয়া। আর এত বড় আয়োজন অনুমতি ছাড়া করা সম্ভব না।
সার্কাস শিল্পকে বাঁচিয়ে রাখতে আজীবন সংগ্রাম করে যাওয়া মানুষগুলোর পাশে থাকাই এই প্রামাণ্য চলচ্চিত্রটির মূল উদ্দেশ্য। বিলুপ্তপ্রায় এই শিল্পটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা খুব জরুরি। এই শিল্পকে সংরক্ষণ করতে ‘দ্য লক্ষন দাস সার্কাস’-এর মতো আরো বেশি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ এখন সময়ের দাবি।
সার্কাসের শুরুটা কবে, তার ঠিক দিন-তারিখ নির্দিষ্ট করে বলা যাবে না। তবে আমরা ইতিহাসে দেখতে পাই যে রোমে সার্কাসের ধারা প্রচলিত ছিল। পরে লন্ডনে ফিলিক্স এ্যাসলে নামে এক ভদ্রলোক সার্কাসের প্রবর্তন করেন।
ঢাকা/শান্ত