লুটপাটকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: মেহজাবীন
বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা থেকে দেশের অনেক তারকাই একাত্মতা ঘোষণা করেন। তবে কিছুটা দেরিতে হলেও এ তালিকায় নাম লেখান ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে বিজয়ের উল্লাসে মেতে উঠেন নানা শ্রেণি–পেশার মানুষ। এ আনন্দ মিছিলে শামিল হয়েছিলেন মেহজাবীন চৌধুরীও।
এ অভিনেত্রী বলেন, ‘ছাত্রদের এই আন্দোলন ছিল যৌক্তিক, সঠিক। এ কারণেই সঙ্গে ছিলাম। এত ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বিজয় হয়েছে ছাত্র-জনতার। সেই বিজয়ের আনন্দ-উৎসবে আমিও মাঠে ছিলাম।’
তবে সরকারি স্থাপনা ভাঙচুর, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনেত্রী লেখেন, ‘সাধারণ মানুষদের কাছে আহ্বান, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।’
নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘রাস্তায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই। নিজের নিরাপত্তা নিয়েও এখন শঙ্কা লাগছে। আমরা এমন বাংলাদেশ চাইনি। ছাত্র-তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দিকে এখনই ফিরতে হবে সবার, তা না হলে স্বপ্ন ব্যর্থ হবে।’
ঢাকা/শান্ত