ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মায়ের পরামর্শে লিভ-ইন সম্পর্কে ছিলাম’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৮, ৭ আগস্ট ২০২৪
‘মায়ের পরামর্শে লিভ-ইন সম্পর্কে ছিলাম’

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান তিনি। ব্যক্তিগত জীবনে ভালোবেসে অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে ঘর বেঁধেছেন। গত ৭ ফেব্রুয়ারি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

বিক্রান্ত-শীতলের প্রেমের সম্পর্কের কথা জানতেন তাদের বাবা-মা। বিয়ের আগে লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। বিক্রান্ত তার মায়ের পরামর্শে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ইউটিউবার আমিনজাজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বিক্রান্ত।

আরো পড়ুন:

বাবা-মা ও স্ত্রীর সঙ্গে বিক্রান্ত

এ আলাপচারিতায় বিক্রান্ত ম্যাসি বলেন, ‘আমাদের (বিক্রান্ত-শীতল) একসঙ্গে কাটানোর এক দশক কেটে গেছে। আমরা ৮ বছর প্রেম করেছি। মা আমাদের একসঙ্গে (লিভ-ইন) থাকার পরামর্শ দিয়েছিলেন। আমি সৌভাগ্যবান যে, প্রগতিশীল বাবা-মা পেয়েছি।’

বিক্রান্তের মায়ের নাম মীনা ম্যাসি। মায়ের সম্পর্কে বিক্রান্ত বলেন, ‘১৯৬২ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আমার মা এবং সেখানেই তার বেড়ে ওঠা। আমার মা হাইস্কুল পর্যন্ত পড়াশোনা করেছেন। কিন্তু বেশ প্রগতিশীল। এবিবিএ এবং বনি এম ব্যান্ডের গান শুনতেন, শেলডন এবং জওহরলাল নেহেরুর বই পড়তেন। যাইহোক, মা পরামর্শ দিয়েছিলেন একসঙ্গে (লিভ-ইন) থাকার এবং এটি আমাদের ক্ষেত্রে কাজ করেছে। এতে করে পরস্পরের ভিন্ন ভিন্ন ছায়া দেখা যায়।’

একতা কাপুর প্রযোজিত ‘ব্রোকেন বাট বিউটিফুল’ সিরিজে একসঙ্গে দেখা যায় বিক্রান্ত-শীতলকে। ২০১৫ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০১৯ সালে বাগদান সারেন, ২০২২ সালে পারিবারিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

তথ্যসূত্র: টাইমস নাউ

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়