পুলিশকে ‘ওয়েলকাম’ জানিয়ে তিশার পোস্ট
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশ পুলিশ সদস্যদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে কাজে ফিরিয়ে আনার পরামর্শ দিলেন নুসরাত ইমরোজ তিশা।
বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ছাত্র-জনসাধারণের প্রতি এ আহ্বান জানান অভিনেত্রী। এ সময় তিশার ওই পোস্টে একটি ছবি শেয়ার করতে দেখা যায়।
ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের পতাকা হাতে কয়েকজন ছাত্র দায়িত্বরত কিছু পুলিশ কর্মকর্তাদের হাতে বিস্কুট ও পানি তুলে দিচ্ছেন। ছবিটি দিয়ে তিশা বোঝাতে চেয়েছেন, ছাত্র-পুলিশের মাঝে কখনও বৈরি সম্পর্ক নয়, বরং এমন উষ্ণ সম্পর্ক থাকা উচিত।
ছবির ক্যাপশনে তিশা লিখেছেন, ‘চলুন আমরা সবাই মিলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে ওয়ার্মলি ওয়েলকাম জানাই, যখন তারা কাজে নামবে। কারণ তারাও আমাদের দেশের অংশ।’
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সাধারণ ছাত্র-জনতা এবং পুলিশের মুখোমুখি অবস্থানে বাহিনীটির প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হয়। আন্দোলনে পুলিশের অবস্থানগত কারণে দেশজুড়ে এই বাহিনী প্রচণ্ড চাপের মুখে পড়ে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে বিভিন্ন থানায় ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সাধারণ মানুষ হামলা চালায়, ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
এতে নিরাপত্তা সংকটের কথা তুলে কর্মবিরতিতে যান পুলিশ সদস্যরা। এমন অবস্থায় পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।
রাহাত//