ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘দুষ্টু’ কিছু নিয়ে আসছেন ফারুকী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১১:১৩, ৯ আগস্ট ২০২৪
‘দুষ্টু’ কিছু নিয়ে আসছেন ফারুকী

গণঅভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা লগ্ন থেকে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে আসছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। শপথ নেওয়া পর্যন্ত অনলাইনে জোরালো ভূমিকা পালন করেছেন। এখন আপাতত বিরতি নেওয়ার কথা জানালেন। পাশাপাশি দর্শকদের জন্য ‘দুষ্টু’ কিছু নিয়ে আসার ঘোষণাও দিয়েছেন এই গুণী নির্মাতা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে মোস্তফা সরয়ার ফারুকী পোস্টে লেখেন, ‘আজকে নতুন সরকার দায়িত্ব নিবে। এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধ হয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছে। এদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি।’

আরো পড়ুন:

নতুন কাজ নিয়ে ফেরার কথা জানিয়ে ফারুকী লেখেন, ‘এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার। এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই ‘৪২০’। প্রকৃতির কি বিচিত্র খেয়াল আবার আসছে সেরকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটার শুট করছি ফ্যাসিবাদেরকালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইব না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম?’

পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার কিছু একটা নির্মাণ করেছেন ফারুকী। তা জানিয়ে এই নির্মাতা বলেন, ‘সো, গাইজ গেট রেডি ফর আ ওয়াইল্ড রাইড সুন। ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জঁরা- পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতংকিত করে। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।’

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত টিভি ধারাবাহিক নাটক ‘৪২০’। রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়