কাজলের চোখে সেরা আবেদনময়ী পুরুষ কে?
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
কাজল
বলিউড অভিনেত্রী কাজল দেবগন ভালোবেসে ঘর বেধেছেন অভিনেতা অজয় দেবগনের সঙ্গে। তারকা দম্পতি হিসেবে এই যুগল বলিউডে আলোচিত। বিয়ের এক যুগ পরে তার চোখে সেরা আবেদনময়ী পুরুষ কে? এই প্রশ্নের মুখে পড়েছেন কাজল।
প্রশ্নটি করণ জোহরের পক্ষ থেকে করা হয়েছিল। কাজল পরিষ্কার জানিয়ে দিয়েছেন ‘অজয় দেবগন’।
করণ জোহর কাজলকে বিচলিত করার চেষ্টা করেও সফল হননি। তিনি নানা রকম প্রশ্ন করে যাচ্ছিলেন আর কাজল হেসে হেসে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু অজয় দেবগনকে এগিয়ে রেখেছেন।
তিনি জানিয়েছেন, অজয় দেবগনের সঙ্গে সংসার করতে গিয়ে কখনো নিরাপত্তাহীনতা কিংবা অবিশ্বস্ততা জন্মায়নি। দুইজনই পরিবারকে প্রাধান্য দিয়ে অভিনয়ের জায়গা ঠিক রাখতে চেয়েছেন।
তবে করণ জোহরের একটি মন্তব্য শুনে ভীষণ আনন্দ পেয়েছেন কাজল। করণ জোহর বলছিলেন, ‘অজয়কে তো তোমাকেও সামলাতে হয়। কারণ তুমি হচ্ছো প্রেসার কুকার। যে যেকোন সময় বিস্ফোরণ ঘটাতে পারো।’
কাজল হেসে উড়িয়ে দিয়েছেন এই কথা। এতে বোঝা যায় কাজলের ভীষণ রাগ আছে। আর সেই রাগ অজয় খুব ভালোভাবেই ম্যানেজ করতে পারেন।
কাজল কার সঙ্গে ডেটে যেতে চান? করণের এই প্রশ্নের জবাবে নায়িকা বলেছেন, ‘অজয় আমার স্বামী। ওকে ঠিকমতো সময় দিতে পারি না। ওর সঙ্গেই রোমান্টিক ডেটে যেতে চাই।’
করণও ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি বলেন, ‘ভালো হোক বা মন্দ হোক স্বামী তোমার কাছে দেবতা?’
কাজল বলেন, ‘তেমন কোনো ব্যাপার নেই। ও আমার স্বামী, ওকেই আমার ভালো লাগে।’
/লিপি