ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সাইফ পুত্রের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন পলকের মা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৩৪, ১২ আগস্ট ২০২৪
সাইফ পুত্রের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন পলকের মা

বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। এখনো বলিউডে অভিষেক ঘটেনি তার। তারকা সন্তান হওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম!

মেয়ে পলকের প্রেমের গুঞ্জন নিয়ে নীরব ছিলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তিনি। গালাতা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা তিওয়ারি বলেন, ‘পলক মানসিকভাবে এখনো শক্ত। কিন্তু আগামীকাল কিছু মন্তব্য, প্রতিবেদন তার আত্মবিশ্বাসে আঘাত করবে।’

 

আরো পড়ুন:

পলক তিওয়ারি বয়সে অনেক ছোট। এ তথ্য উল্লেখ করে শ্বেতা তিওয়ারি বলেন, ‘পলক তিওয়ারি এখনো বাচ্চা। এই সময়ে সম্পর্কে জড়ানোর খবরগুলো খুবই নির্মম। আমি জানি না, পলক এসব কতটা সহ্য করতে পারবে। সম্পর্কের গুঞ্জন শুনে সে বিস্মিত! পাশাপাশি এসব বিষয় নিয়ে পলক খুব মজাও করে।’

‘এসব গুঞ্জন পলকের সহ্য হওয়ার কথা না। কিন্তু এসবে সে অভ্যস্ত হয়ে পড়েছে। সে এখন এটাও বুঝতে পারছে তার মতো অনেক মেয়ে ভুক্তভোগী।’ বলেন শ্বেতা তিওয়ারি।

 

এর আগে পলকের বাবা রাজা চৌধুরী বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। টেলিচক্কর-কে দেওয়া সাক্ষাৎকারে রাজা চৌধুরী বলেছিলেন— ‘এই সময়ের ছেলে-মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম। তাদের যা ভালো লাগে, তাতেই আমি খুশি। সে (পলক) খুশি থাকলে আমিও খুশি; সে খারাপ থাকলে আমিও ভালো থাকি না।’

এর আগে একসঙ্গে কনসার্ট ও পার্টিতে দেখা গেছে পলক-ইব্রাহিমকে। তারও আগে একসঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় এই যুগলকে। ওই সময়ে পলক দাবি করেছিলেন ইব্রাহিম তার ভালো বন্ধু। তার ভাষায়— ‘এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা, তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। ওই সময়ে ছবি তোলা হয়। এটুকুই!’

 

২০২২ সালের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাচ্ছেন পলক। ঠিক তখন ফটোসাংবাকিকদের দেখে মুখ লুকিয়ে ফেলেন তিনি। এ নিয়ে পলক তিওয়ারি বলেছিলেন, ‘মাকে মিথ্যা বলেছিলাম যে, আমি বাড়ির দিকে রওনা হয়েছি। কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। ওই সময় আমার ছবি তোলায় মুখ ঢেকেছিলাম। কারণ এই ছবিগুলো দেখেই মা আমার খবর রাখেন। ছবিগুলো দেখলে তিনি আমাকে মিথ্যাবাদী মনে করতেন।’

‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেন বিশাল মিশ্রা। তা ছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে।

 

বৈবাহিক ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে রাজা চৌধুরীর সঙ্গে ৯ বছরের সংসার ভেঙে দেন শ্বেতা তিওয়ারি। পরে মেয়ে পলককে একা হাতেই মানুষ করেন তিনি। ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে ফের ঘর বাঁধেন শ্বেতা। কিন্তু এ বিয়েও সুখের হয়নি তার। এ সংসারও ভেঙে যায় তার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়