ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ভারতের হরিয়ানায় পুরস্কৃত বাংলাদেশের দুই চলচ্চিত্র

এনাম আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১২ আগস্ট ২০২৪  
ভারতের হরিয়ানায় পুরস্কৃত বাংলাদেশের দুই চলচ্চিত্র

ভারতের হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে পুরস্কার পেয়েছে বাংলাদেশের দুই সিনেমা ‘আ লেটার অব পোস্টমাস্টার’ ও ‘জয় বাংলা’। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্র দুটো যথাক্রমে নির্মাণ করেছেন— সুপিন বর্মন ও শায়লা রহমান তিথি। 

নির্মাতা সুপিন বর্মন জানান, গতকাল (১১ আগস্ট) রাত ৮টায় হরিয়ানার কুরুক্ষেত্র শহরে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘আ লেটার অব পোস্টমাস্টার’ বেস্ট ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড এবং শায়লা রহমান তিথির ‘জয় বাংলা’ চলচ্চিত্রটি বেস্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর বিভাগে পুরস্কৃত হয়। 

গত ৭ আগস্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের গৌরবময় ‘হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র চলচ্চিত্র উৎসব-২০২৪’। বর্ণিল এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বগুড়ায় নির্মিত সুপিন বর্মনের ‘আ লেটার অব পোস্টমাস্টার’ এবং শায়লা রহমান তিথির ‘জয় বাংলা’।

আরো পড়ুন:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টারের কেন্দ্রীয় চরিত্র রতনকে ঘিরে আবর্তিত হয়েছে এক কাল্পনিক গল্প। যেখানে দেখা যাবে, রতন একজন কিশোরী। বন বাদারে মুক্ত পাখির মতো ঘুরতে ভালোবাসে সে। কিন্তু বয়স আর সমাজ ব্যবস্থার কারণে তাকে আটকানো হয় সামাজিক শৃঙ্খলে। গ্রামবাসী এতিম রতনের বিয়ে ঠিক করে ওই গ্রামের এক প্রভাবশালী বৃদ্ধের সঙ্গে। বিয়ের মণ্ডপে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ। এর মধ্যে কলকাতা থেকে চলে আসে পোস্টমাস্টারের একটি চিঠি। যেখানে লেখা ছিল, পোস্টমাস্টার তাকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাতে চায়। নতুন করে স্বপ্ন দেখা শুরু হয় রতনের। ‘আ লেটার অব পোস্টমাস্টার’ চলচ্চিত্রে রতন চরিত্রে অভিনয় করেছেন রিয়া মোহন্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— বিধান রায়, সাদেকুর রহমান সুজন, নিভা রানী সরকার, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, উৎপল দত্ত প্রমুখ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে চলচ্চিত্রটি।

শায়লা রহমান তিথির মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়বাংলা’ ইতোমধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সাজিন আহম্মেদ বাবুর সংলাপ ও চিত্রনাট্যে শায়লা রহমান তিথির গল্প ও পরিচালনায় ‘জয় বাংলা’ প্রযোজনা করেন কবি জসিম চৌধুরী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অনবদ্য সত্য ঘটনার আলোকে নির্মিত এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তারিক আনাম খান, ফারজানা চুমকি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়