যারা পেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ঘোষণা করা হয়েছে ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে শুরু হয় পুরস্কার ঘোষণা। একে একে ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। ফিচার ও নন–ফিচার— দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি। আর যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিথিয়া মেনন এবং মানসী পারেখ।
এক নজরে পুরস্কারপ্রাপ্তদের তালিকা—
সেরা ফিচার ফিল্ম: আত্তাম
সেরা অভিনেতা: ঋষভ শেঠি (কান্তারা)
সেরা অভিনেত্রী: নিথিয়া মেনন (থিরুচিত্রম্বলম), মানসী পারেখ (কচ্ছ এক্সপ্রেস)
সেরা পার্শ্ব অভিনেতা: পবন রাজ মালহোত্রা (ফৌজা)
সেরা পার্শ্ব অভিনেত্রী: নীনা গুপ্তা (উঁচাই)
সেরা পরিচালক: সুরাজ বারজাতিয়া (উঁচাই)
সেরা বিনোদনমূলক সিনেমা: কান্তারা
সেরা হিন্দি সিনেমা: গুলমোহর
সেরা বাংলা সিনেমা: কাবেরী অন্তর্ধান (কৌশিক গাঙ্গুলি)
সেরা তেলুগু সিনেমা: কার্তিকেয়া টু
সের তামিল সিনেমা: পেনিয়ান সেলভান টু
সেরা কন্নড় সিনেমা: কেজিএফ চ্যাপ্টার টু
সেরা মালায়ালাম সিনেমা: সৌদি ভেলেকা
সেরা ওড়িশা সিনেমা: দামান
সেরা পাঞ্জাবি সিনেমা: বাঘি দি দে
সেরা মারাঠি সিনেমা: ভালভি
সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র)
সেরা গীতিকার: ফৌজা (নওশাদ সদর খান)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)
সেরা প্লেব্যাক গায়িকা: বম্বে জয়শ্রী (সৌদি ভেলেকা)
সেরা চিত্রনাট্য: আত্তাম
সেরা নবাগত পরিচালক: ফৌজা (পরিচালক প্রমোদ কুমার)
সেরা সম্পাদনা: আত্তাম
সেরা স্টান্ট কোরিওগ্রাফি: কেজিএফ চ্যাপ্টার টু
সেরা মেকআপ আর্টিস্ট: অপরাজিত (সোমনাথ কুণ্ডু)
সেরা প্রোডাকশন ডিজাইন: অপরাজিত (বাংলা)
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা/শান্ত