শিগগিরই আইনি ব্যবস্থা নেবো : পূজা চেরি
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অনলাইন জুয়ার সঙ্গে দেশের বেশ কয়েকজন তারকার নাম জড়িয়েছে। বিশেষ করে জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। এবার জুয়ার বিজ্ঞাপনে নিজের ছবি দেখে মামলা করার হুমকি দিলেন পূজা চেরি।
সম্প্রতি অনলাইনে জুয়ার একটি পেইজে পূজা চেরির নাম ও ছবি ব্যবহার করে চলছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি নজরে আসার পর আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নায়িকা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে বিষয়টি সম্পর্কে সচেতন থাকতেও বলেছেন পূজা।
পূজা চেরি ফেসবুক পেজে এ প্রসঙ্গে লিখেছেন, ‘কতিপয় অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না। ধন্যবাদ।’
নায়িকা হিসেবে অভিষেক সিনেমা দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছেন পূজা। শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে পা রাখলেও অল্পদিনেই সেই খোলস ভেঙে বেরিয়ে এসেছেন তিনি। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয় হয়েছে। সর্বশেষ পূজা অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি মুক্তি পায়।
রাহাত//