ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ছোট পোশাক পরিয়ে সবার সামনে আমাকে বসিয়ে রাখতেন বিবেক’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৪০, ১৮ আগস্ট ২০২৪
‘ছোট পোশাক পরিয়ে সবার সামনে আমাকে বসিয়ে রাখতেন বিবেক’

কয়েক বছর আগে বলিউড অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ ঘটনা প্রকাশ্যে আসার পর তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন নানা পাটেকর।

এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তনুশ্রী। তার দাবি— ‘শুটিং সেটে সবার সামনে ছোট পোশাক পরিয়ে তাকে বসিয়ে রাখতেন বিবেক।’ ২০০৫ সালে বিবেক অগ্নিহোত্রী নির্মাণ করেন ‘চকলেট’ সিনেমা। এ সিনেমার শুটিং সেটে তার সঙ্গে এমন ব্যবহারের অভিযোগ করেন তনুশ্রী। 

আরো পড়ুন:

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, “যদি প্রচন্ড গরম বা বৃষ্টিও হতো, তবু ভ্যানে গিয়ে বসার অনুমতি পেতাম না। বিবেক অগ্নিহোত্রী এভাবে আমাকে হেনস্তা বা সমস্যায় ফেলতেন। যখন শুটিং থাকে না তখন শিল্পীরা ভ্যানে গিয়ে বিশ্রাম নেন। বিশেষ করে একজন অভিনেত্রী যখন ছোট পোশাক পরিহিত অবস্থায় থাকেন। আমি একবার ছোট পোশাকের ওপরে গাউন পরে সেটে বসেছিলাম। তখন তিনি বলেন, ‘এটি খুলে ফেলেন। শট আছে।’ পরে ইউনিটের সবার সামনে ছোট পোশাক পরিয়ে বসিয়ে রাখলেন।”

একাধিকবার তনুশ্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন বিবেক অগ্নিহোত্রী। সেই স্মৃতিচারণ করে তনুশ্রী দত্ত বলেন, “একদিন শুটিং সেটে পৌঁছাতে আমার ৫ মিনিট লেট হয়েছিল। তারপর বিবেক চিৎকার করে বলেছিলেন ‘অপেশাদার’। অথচ এমনো হয়েছে যে, সেটে গিয়ে দেখি লাইট জ্বালোনোও হয়নি। সেটের কোনো কিছুই প্রস্তুত করা হয়নি।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়