ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে মোহনলাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৪১, ১৮ আগস্ট ২০২৪
হাসপাতালে মোহনলাল

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মালায়ালাম সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলালকে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কোচির অমৃতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, ৬৪ বছর বয়সি মোহনলালের উচ্চমাত্রায় জ্বর, শ্বাস কষ্ট এবং মাসল পেইন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসযন্ত্রে ইনফেকশন রয়েছে। পাঁচ দিনের ওষুধ, পূর্ণ বিশ্রাম এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, গুজরাটে ‘এল টু’ সিনেমার শুটিং করছিলেন মোহনলাল। সেখানে থেকে কোচিতে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থা আরো খারাপ ছিল। এখন তাকে পর্যবেক্ষণ রাখা হয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মোহনলাল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়