ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সেলিম আল দীনের ৭৫তম জন্মদিন পালিত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১৯ আগস্ট ২০২৪  
সেলিম আল দীনের ৭৫তম জন্মদিন পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মদিন। আলাদা আলাদাভাবে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০টি সংগঠন দিনটি উদযাপন করে। এ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই নাট্যাচার্য্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই আয়োজন স্বল্প পরিসরে করা হয়।

নাসির উদ্দিন ইউসুফ বলেন, ১৮ আগস্ট ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঔপনিবেশিক অবলেশমুক্ত বাংলা নাট্যের স্রষ্টা নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জয়ন্তী। জয়ন্তী উদযাপনের জন্য ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার ঢাকা সহ সারাদেশে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজনের প্রস্তুতি নিয়েছিল। কিন্তু জুলাই- অগাস্ট মাসে উদ্ভুত সামাজিক-রাজনৈতিক অস্থির পরিস্থিতির কারণে তা বাতিল করতে আমরা বাধ্য হয়েছি। ১৬ অগাস্ট রাতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির জরুরি ভার্চুয়াল সভায় সারাদেশে সীমিত আকারে সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

থিয়েটার অঙ্গনের আয়োজনে ছিল বৃক্ষরোপণ, খোয়াজ খিজিরের ভেলা ভাসান ও পদযাত্রা, ব্রক্ষপুত্র নদীতে প্রদীপ ভাসান।

আরো পড়ুন:

ইঙ্গিত থিয়েটার এই দিন উপলক্ষ্যে শিশু-কিশোর সংগঠনের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিল। পরের পর্বে সেলিম আল দীনের বনপাংশুল নাটক থেকে পাঠ করেন থিয়েটারকর্মীরা। এ ছাড়া সেলিম আল দীনের নাট্যাদর্শ নিয়ে আলোচনা করেন সুখময় বিপলু, আশীক রহমান, জাফরুল বুলবুল ও গৌরপ্রিয়া। চাকা নাটকের গান পরিবেশন করেন আদিত্য, বনপাংশুল নাটকের শুরুতে উৎসর্গীকৃত কবিতা পাঠ করেন সুখময় বিপলু। তারপর বনপাংশুল নাটক থেকে পাঠ করেন আদিত্য, আশীষ, সুখময় বিপলু, জাফরুল বুলবুল ও সজিব।

শহীদ সমর থিয়েটার নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার মাধ্যমে দিনটি উদযাপন করেছে। সেলিম আল দীনের জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। আলোচনা সভা, বৃক্ষরোপণ, খাবার বিতরণ, কেন্দ্রীয় শহিদ মিনার পরিষ্কার এবং কোটা আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে গহন থিয়েটার রাজবাড়ি।

ফানুস নাট্যদল সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় বৃক্ষরোপণ এবং অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

সেলিম আল দীনের জন্মদিন উদযাপনকারী বাংলাদেশ গ্রাম থিয়েটারের অঙ্গসংগঠনগুলো হচ্ছে, গহন থিয়েটার রাজবাড়ী, শহীদ সমর থিয়েটার মেলান্দহ, চারণ থিয়েটার, অন্তরঙ্গ থিয়েটার, কিশোলয় থিয়েটার, সারথী থিয়েটার গাইবান্ধা, রাজশাহী থিয়েটার, চলন নাটুয়া, বগুড়া থিয়েটার, পূরবী থিয়েটার, ইঙ্গিত থিয়েটার, ঝিনেদা থিয়েটার, সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী, থিয়েটার অঙ্গন জামালপুর, বরিশাল থিয়েটার, যশোহর সুন্দরবন অঞ্চলে একত্রে অগ্নিবীণা, মা নৃত্যালয়, প্রত্যয় থিয়েটার, উপশহর শিল্পী সৃষ্টি নাট্যগোষ্ঠী, শব্দ থিয়েটার, স্বপ্নচারী নাট্য নিকেতন, যশোহর শিল্পকলা একাডেমি, মহুয়া থিয়েটার নেত্রকোনা, আক্কেলপুর থিয়েটার, দূর্জয় থিয়েটার, সারথী থিয়েটার কুমিল্লা, রবীন্দ্র থিয়েটার সিরাজগঞ্জ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যাদবপুর দলমাদল কলকাতা, রিয়াদ বাংলাদেশ থিয়েটার সৌদিআরব।

এছাড়া বাংলাদেশ গ্রাম থিয়েটারের শিশু সংগঠন ভোর হলো ঝিনেদা, ভোর হলো নাটোর, ভোর হলো রাজশাহী, ভোর হলো ববনপুর, ভোর হলো দারিয়াপুর, গাইবান্ধা, প্রভাতি থিয়েটার, সবুজ সারথী থিয়েটার, চাধক থিয়েটার শরিয়তপুর, ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় মাদারগঞ্জ, কলেজ থিয়েটার, বগুড়া; সেলিম আল দীন পাঠশালা, বগুড়া; ভোর হলো বগুড়া, বরগুনা থিয়েটার, দক্ষিণা নাট্যমঞ্চ, থিয়েটার ফোর্স রংপুর এবং ঢাকা থিয়েটার।

নাসির উদ্দিন ইউসুফ জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গত ১৬ আগস্ট বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের ভার্চ্যুয়াল সভার আয়োজনের ধারাবাহিকতায় সারাদেশে এবং দেশের বাইরে সেলিম আল দীনের ৭৫তম জয়ন্তী অনুষ্ঠান স্বল্প পরিসরে আয়োজন করা সম্ভব হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়