ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

রুপালি পর্দায় দেখা যাবে ‘হারুনের ভাতের হোটেল’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ২০ আগস্ট ২০২৪   আপডেট: ২২:১৮, ২০ আগস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরই আলোচিত ইস্যু নিয়ে একের পর সিনেমা নির্মাণের ঘোষণা দেয়া হয়। গত ১০ দিনে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নতুন ছয়টি সিনেমার নাম নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে ‘আয়নাঘর’, ‘ভয়ঙ্কর আয়নাঘর’ অন্যতম। এবার ‘হারুনের ভাতের হোটেল’ নামে নতুন আরেকটি সিনেমার নাম নিবন্ধন করা হয়েছে বলে জানা গেছে। 

ডিবি প্রধান হরুনের বিভিন্ন কর্মকাণ্ড এরই মধ্যে সমালোচিত হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্নজনকে কার্যালয়ে ডেকে খাওয়াতেন। সেসব স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। এসব বিষয় রুপালি পর্দায় তুলে ধরতে চাচ্ছেন অভিনয়শিল্পী জাদু আজাদ।

‘হারুনের ভাতের হোটেল’ নামে পরিচালক সমিতিতে সিনেমার নাম নিবন্ধন করেছেন জাদু আজাদ। সিনেমার বিষয়ে তিনি বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। কারা এতে অভিনয় করবেন তা এখনও ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’

এদিকে আয়নাঘরের ভয়াবহতা রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন নির্মাতা বদিউল আলম খোকন। ‘ভয়ঙ্কর আয়নাঘর’ শিরোনামে সিনেমাটি খুব শিগরিই নির্মাণ করবেন বলে জানান দিনি। অন্যদিকে বন্দিদের ওপর চালানো অমানবিক অত্যাচার নিয়ে ‘আয়নাঘর’ সিনেমা নির্মাণ করছেন জয় সরকার।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়