ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

হাজার কোটি আয় করা ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল হবে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৪৬, ২১ আগস্ট ২০২৪
হাজার কোটি আয় করা ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল হবে?

সালমান খান অভিনীত আলোচিত সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। এটি পরিচালনা করেন কবির খান। ২০১৫ সালে ১৭ জুলাই মুক্তির পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করে। ৯০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা শেষ পর্যন্ত আয় করে প্রায় ১০০০ কোটি রুপি।

ব্যবসায়ীকভাবে সফল হওয়ার পর সালমান-কবির ভক্ত-অনুরাগীরা দাবি করে আসছেন, ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল নির্মিত হোক। গত নয় বছরে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে নানা খবর শোনা গেছে। কিন্তু সত্যি কি নির্মিত হচ্ছে এর দ্বিতীয় পার্ট?

সম্প্রতি ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সিকে সাক্ষাৎকার দিয়েছেন ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার পরিচালক কবির খান। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনি কি মনে করেন প্রত্যেক ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল নির্মিত হওয়া উচিত? এ প্রশ্নের জবাবে কবির খান বলেন, ‘সবগুলোর নয়। আমি প্রথম ব্যক্তি বলছি, প্রত্যেক ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল নির্মাণের প্রয়োজন নেই। এ কারণে আমি আমার জীবনে কখনো সিক্যুয়েল নির্মাণ করিনি।’

আরো পড়ুন:

বক্স অফিসে সফল সব সিনেমার সিক্যুয়েল কেন নির্মাণ করা উচিত নয়, তার ব্যাখ্যা করে কবির খান বলেন, “প্রত্যেকবারই আমি সফল সিনেমা উপহার দিয়েছি। দর্শকরা বলেছেন, ‘সিক্যুয়েল বানান’। ‘নিউ ইর্য়ক’, ‘টাইগার’, ‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তির পরও আমাকে তারা একই কথা বলেছিলেন। কিন্তু আমি তা নির্মাণ করিনি। সুতরাং আমি প্রথম ব্যক্তি বলছি, কেবল সিনেমা সফল হলেই সিক্যুয়েল নির্মাণ করা উচিত নয়। সিক্যুয়েল তখনই নির্মাণ করা যেতে পারে যখন সত্যিকারের গল্প পাওয়া যাবে, যা সামনে এগিয়ে নেবে।”

কবির খানের দাবি— “তিনি কখনো বলেননি, ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে কাজ করছেন।” কবির খানের ভাষায়, ‘আমি সবসময়ই বলেছি, হ্যাঁ, সম্ভবত…। কখনো ভালো চিত্রনাট্য আসলে ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল নিয়ে কাজ করব। কিন্তু বিষয়টি এমন নয় যে, এ সিনেমা সফল হয়েছে বলেই সিক্যুয়েল নির্মাণ করব।”

‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমা যৌথভাবে প্রযোজনা করেন সালমান খান, কবির খান ও রকলিন ভেঙ্কটেশ। ২০২১ সালের শেষের দিকে এক অনুষ্ঠানে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে প্রশ্নের মুখে পড়েন সালমান। সেই সময়ে তিনি বলেছিলেন— “হ্যাঁ, ‘বাজরাঙ্গি ভাইজান টু’ নির্মিত হচ্ছে। তবে এখন আমার সম্পূর্ণ মনোযোগ ‘ট্রিপল আর’ সিনেমার দিকে।” তবে এ বক্তব্য সময়ের ফ্রেমেই আটকে আছে।

‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— সালমান খান, হার্শালি মোলহোত্রা, কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, আদনান সামি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়