ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

‘দিল সে’ সিনেমার পর কেন একসঙ্গে কাজ করেননি শাহরুখ-মনীষা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২৩ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:২৭, ২৩ আগস্ট ২০২৪
‘দিল সে’ সিনেমার পর কেন একসঙ্গে কাজ করেননি শাহরুখ-মনীষা?

মনি রত্নম পরিচালিত আলোচিত বলিউড সিনেমা ‘দিল সে’। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন বলিউড বাদশা শাহরুখ খান ও মনীষা কৈরালা। ১৯৯৮ সালে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। এ সিনেমার ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানও সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘুরতে থাকে।

‘দিল সে’ সিনেমা মুক্তির পর কেটে গেছে ২৬ বছর। নতুন অনেক নায়িকার সঙ্গে দেখা গিয়েছে শাহরুখ খানকে। মনীষাও অন্য নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। কিন্তু শাহরুখ-মনীষাকে আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। কেন একসঙ্গে আর অভিনয় করেননি এই যুগল?

সম্প্রতি জুম টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন মনীষা কৈরালা। এ আলাপচারিতায় শাহরুখের সঙ্গে অভিনয় না করার বিষয়ও উঠে আসে। এ সময় মনীষা কৈরালা বলেন, “দিল সে’-এর পর ‘গুডু’ নামে একটা সিনেমায় আমরা কাজ করেছিলাম। কিন্তু সিনেমাটি সেভাবে পরিচিতি পায়নি। আমাদের ইন্ডাস্ট্রিতে নায়কেরা সিদ্ধান্ত নেন, তার বিপরীতে কে অভিনয় করবেন। নায়িকারা এ সিদ্ধান্ত নেন না।”

আরো পড়ুন:

‘দিল সে’ সিনেমায় নায়িকা চরিত্রে প্রথম পছন্দ ছিলেন কাজল। শিডিউল জটিলতার কারণে অভিনয় করতে পারেননি তিনি। পরে তার চরিত্রে নেওয়া হয় মনীষা কৈরালাকে। পরিচালক মনি রত্নমের ‘সন্ত্রাস’-ত্রয়ী সিনেমার তৃতীয় কিস্তি ‘দিল সে’। এর আগে মুক্তি পায় ‘রোজা’ ও ‘বোম্বে’। পরিচালকের সঙ্গে সিনেমাটির সহপ্রযোজকও ছিলেন মনি রত্নম।

২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হলে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয় মনীষা কৈরালাকে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের বছরই ক্যানসার মুক্ত হন এই অভিনেত্রী। নতুন জীবন পেয়ে কাজে ফিরেছেন মনীষা। গত ১ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এ সিরিজে মল্লিকাজান চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

তথ্যসূত্র: এনডিটিভি

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়