ঢাকা     সোমবার   ৩০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৫ ১৪৩১

ফেসবুক থেকে ‘ক্লান্ত’ শ্রীলেখার বিরতি, ভক্তদের প্রশ্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৫৮, ২৮ আগস্ট ২০২৪
ফেসবুক থেকে ‘ক্লান্ত’ শ্রীলেখার বিরতি, ভক্তদের প্রশ্ন

কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে রাজপথে নেমেছেন ভারতীয় বাংলা সিনেমার তারকারা। তারকাদের মধ্য থেকে প্রথমে প্রতিবাদ জানান আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রতিবাদ মিছিলে যেমন পা মিলিয়েছেন, তেমনি ধর্ষকের বিচার দাবি করে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়ও।

কয়েক দিন আগে মালায়ালাম সিনেমার পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করেছেন শ্রীলেখা। এ ঘটনার পর আলোচনার শীর্ষে উঠে আসেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে বিরতি নিলেন তিনি। তার ভাষ্য— ‘ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি।’

বুধবার (২৮ আগস্ট) দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শ্রীলেখা মিত্র। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘কিছুদিনের জন্য ফেসবুক আনইনস্টল করছি। জন্মদিনের পার্টি, শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না। স্পর্শকাতর মানুষ আমি, তাই আর্টিস্ট-সেলিব্রিটি নই। এত চাপ আর নিতে পারছি না। চারদিকের অবক্ষয় আমায় ক্লান্ত করছে, দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার, এসব থেকে দূরে থাকতে। আমায় যোগাযোগ করার চেষ্টা না করাই শ্রেয়।’

আরো পড়ুন:

শ্রীলেখার এ সিদ্ধান্তকে তার ভক্ত-অনুরাগীরা সাধুবাদের পাশাপাশি সমবেদনাও জানিয়েছেন, কেউ কেউ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। রিমঝিম অন্তরা লেখেন, ‘তুমি এই সমাজেই জন্মেছ, এখানেই বড় হয়েছো আর এখানেই শেষ হবে। এর অবক্ষয় যেকোনো সেনসিটিভ মানুষকে ক্ষইয়ে দেবে। তবে যত এগুলো বাড়বে তত আমাদের ভিতরের তেজ বলো বা শক্তি বলো, জোরদার হবে। কি এসে গেল বলোতো বাকিটায়। এটাতো বরাবর নিজেরই লড়াই। ভেঙে পড়ো না। একদিন এসব কাটিয়ে উঠব।’

তামসী চক্রবর্তী লেখেন, ‘কেন দিদি, তুমি তো শক্তি। তুমি ভেঙে পড়লে আমরা কি করে লড়ব?’ ঝুমা লেখেন, ‘তোমাকে চাই দিদি, আমাদের জন্য।’ শুভ্রনীল চৌধুরী লেখেন, ‘সমস্যা থেকে দূরে থেকে নয়, সমস্যার সঙ্গে লড়াই করাটাই জীবন। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা, তাদের কি হবে?’ এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি শ্রীলেখা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়