ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অসম প্রেমের গল্প: ২২ বছরের ছোট রাকুলের সঙ্গে ফের অজয়ের রোমান্স

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৪৮, ২৯ আগস্ট ২০২৪
অসম প্রেমের গল্প: ২২ বছরের ছোট রাকুলের সঙ্গে ফের অজয়ের রোমান্স

‘দে দে পেয়ার দে’ সিনেমার দৃশ্য

পরিচালক আকিব আলী নির্মিত হিন্দি সিনেমা ‘দে দে পেয়ার দে’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন অজয় দেবগন-রাকুল প্রীত সিং। ২০১৯ সালের ১৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি।

দীর্ঘ পাঁচ বছর পর নির্মিত হতে যাচ্ছে ‘দে দে পেয়ার দে টু’। আকিব আলীর পরিবর্তে দ্বিতীয় পার্ট পরিচালনা করবেন অংশুল শর্মা। নির্মাতা বদলে গেলেও সিনেমাটিতে ৩৩ বছর বয়সি রাকুলের সঙ্গে ফের জুটি বাঁধবেন ৫৫ বছর বয়সি অজয়। আগামী মাসে দৃশ্যধারণের কাজ শুরু হবে।

এসব তথ্য নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র বলেন, “প্রোডাকশন টিম সিনেমাটির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ৪৫-৫০ দিনের শুটিং শিডিউল, পাঞ্জাবের দারুণ সব জায়াগায় দৃশ্যধারণের কাজ হবে। আর. মাধবন, রাকুল প্রীত সিং এবং অন্য অভিনেতা কলাকুশলীরা আগামী মাসে পাঞ্জাবে যাবেন। যুক্তরাজ্যে ‘সন অব সরদার টু’ সিনেমার শুটিং করছেন অজয় দেবগন। সেখান থেকে ফিরেই শুটিংয়ে যোগ দেবেন তিনি।”

আরো পড়ুন:

‘দে দে পেয়ার দে’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় পার্টের গল্প। এতে ২৬ বছর বয়সি আয়েশার প্রেমে পড়বেন ৫০ বছর বয়সি আশীষ। এ দুটো চরিত্রে অভিনয় করবেন অজয় ও রাকুল প্রীত সিং।

এ সিনেমার একটি চরিত্রে দেখা যাবে সুনীল শেঠিকে। এটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন, অঙ্কুর গার্গ, ভুষণ কুমার, কৃষ্ণ কুমার। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ১৬ মে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়