ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

হুরুনের তালিকায় বলিউডের শীর্ষ ধনী শাহরুখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ২২:১৯, ২৯ আগস্ট ২০২৪

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এ জায়গা পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। রুপালি জগত থেকে জায়গা পাওয়া তারকাদের মধ্য থেকে এ তালিকার শীর্ষে রয়েছেন ‘পাঠান’খ্যাত এই অভিনেতা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

দ্য ইকোনোমিক টাইমসের তথ্য অনুসারে, বলিউড থেকে বেশ কজন তারকা ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এ জায়গা পেয়েছেন। এ তালিকার শীর্ষে রয়েছেন শাহরুখ খান। চলতি বছরের হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৩০০ কোটি রুপি (১০ হাজার ৪০০ কোটি টাকার বেশি)। তার এই আয়ের মূল উৎস আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইট রাইডার্স’ এবং প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস’।

এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৬০০ কোটি রুপি। শাহরুখ খানের সঙ্গে রুপালি পর্দায় স্কিন শেয়ার করেছেন জুহি চাওলা। পাশাপাশি শাহরুখ খানের ব্যবসায়ীক অংশীদারও এই অভিনেত্রী। শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের সহ কর্ণধার জুহি চাওলা।   

আরো পড়ুন:

তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি হৃতিকও একজন ব্যবসায়ী। তার সম্পত্তির মূল উৎস তার ফ্যাশন ব্র্যান্ড এইচআরএক্স।

চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন ও পরিচালক করন জোহর। যথাক্রমে তাদের সম্পদের পরিমাণ— ১৬০০ কোটি রুপি ও ১৪০০ কোটি রুপি। অমিতাভ বচ্চন বিভিন্ন খাতে বিনিয়োগ করে এই সম্পত্তির মালিক হয়েছেন। প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনসই করণ জোহরের মোট সম্পদের মূল উৎস।

দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়