গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক
গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ। গত ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অনুষ্ঠানে পারফর্ম করার সময় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৩। ভ্যারাইটি ডটকম এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্যাটম্যান স্কুপ হামডেন শহরের টাউন সেন্টার পার্কে গান গাওয়ার সময় মঞ্চে পড়ে যান।
হামডন শহরের মেয়র লরেন গ্যারেট ফেসবুক পোস্টে বলেছেন, র্যাপারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্চে ফ্যাটম্যানের পড়ে যাওয়ার দৃশ্য দেখতে ক্লিক করুন
গতকাল শনিবার হিপ-হপ আর্টিস্ট ট্যালেন্ট এজেন্সি এমএন২এস ফ্যাটম্যানের মৃত্যুর তথ্য ভ্যারাইটিকে নিশ্চিত করেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।
এমএন২এস-এর সিইও শ্যারন এক বিবৃতিতে বলেন, ‘স্কুপ ছিলেন সংগীতজগতের একজন প্রিয় ব্যক্তিত্ব, যার কাজ সারা বিশ্বে অগণিত ভক্তরা পছন্দ করেছিলেন। তার আইকনিক কণ্ঠস্বর, অসাধারণ ব্যক্তিত্ব ইন্ডাস্ট্রিতে বিশেষভাবে দাগ কেটেছিল।’
স্কুপের আসল নাম আইজ্যাক ফ্রিম্যান তৃতীয়। ১৯৭১ সালের ৬ আগস্ট নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন ফ্যাটম্যান স্কুপ। নব্বইয়ের দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ গানের জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন এই গায়ক।
ঢাকা/শান্ত