নগ্ন হতে বাধ্য করেছিল রঞ্জিত, শ্রীলেখার পর তরুণ অভিনেতার অভিযোগ
শ্রীলেখা মিত্র, রঞ্জিত
বাঙালি অভিনেত্রী শ্রীলেখার পর মালায়ালাম সিনেমার নির্মাতা রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের করলেন এক তরুণ অভিনেতা। অভিযোগ, ২০১২ সালে এ অভিনেতাকে নগ্ন হতে বাধ্য করেছিলেন রঞ্জিত।
দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার রাতে ইন্ডিয়ান পেনাল কোড ৩৭৭ ধারায় কাসাবা থানায় রঞ্জিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তরুণ অভিনেতা। ২০১২ সালে তাকে যৌন হেনস্তা করেন রঞ্জিত।
মামলার এজাহারের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, অডিশনের কথা বলে বেঙ্গালুরুর একটি হোটেলে ডাকা হয় ভুক্তভোগী অভিনেতাকে। ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখানে তাকে জোর করে নগ্ন করা হয় এবং লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগী অভিনেতা ভেবেছিলেন, এটা অডিশনের অংশ। পরের দিন সকালে তাকে টাকা দেওয়ার প্রস্তাব দেন রঞ্জিত।
তরুণ অভিনেতার অভিযোগ প্রকাশ্যে আসার পর ভারতজুড়ে আরো সমালোচনার ঝড় বইছে। এ অভিযোগের বিষয়ে রঞ্জিতের এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১৯ আগস্ট হেমা কমিটির রিপোর্ট প্রকাশিত হয়। হেমা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্তা, কাস্টিং কাউচ, বেতন বৈষম্য, শোষণের তথ্য প্রকাশ করেছে। এতে সিনিয়র অভিনেতা ও নির্মাতাদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তদের তালিকায় পরিচালক রঞ্জিত ছাড়াও রয়েছেন— থুলসিদাস, জয়সুরিয়া, মুকেশ, মানিয়ানপিলা রাজু, এদাভেলা বাবু এবং সুরজ ভেঞ্জারামুডুর প্রমুখ।
ঢাকা/শান্ত