ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

‘আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৪
‘আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত’

আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে উত্তাল কলকাতা। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সেখানকার চিকিৎসকরা। তাদের নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন কমেডিয়ান ও তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক। সাধারণ মানুষের পাশাপাশি কাঞ্চনের সহশিল্পীরাও তাকে বয়কটের হুমকি দেন। কঠোর সমালোচনার মুখে এবার ক্ষমা চাইলেন কাঞ্চন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কাঞ্চন মল্লিক তার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাতে ক্ষমা চেয়ে এ অভিনেতা বলেন, ‘গতকাল একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করি, যা নিয়ে সমালোচনা হয়। আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।’

চিকিৎসকদের ধর্মঘট থাকার কারণে কাঞ্চনের এক বন্ধুর মা মারা গিয়েছেন। এ ঘটনার বর্ণনা দিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘বাড়িতে আমারও অসুস্থ ব্যক্তি রয়েছেন, যাকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। এছাড়া আরো অনেককেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দিই। আমার ভাইয়ের সমতুল্য এক বন্ধুর মায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, মৃতপ্রায় অবস্থা তার। সেই বন্ধু সেদিনও পরিষেবার জন্য আমার দ্বারস্থ হয়েছিলেন। চিকিৎসকদের ধর্মঘট থাকায় বন্ধুর মাকে বাঁচানো যায়নি।’

সাফাই গাওয়া নয়, অন্তর থেকে অনুভব করে নিজের ভুল বুঝতে পেরেছেন কাঞ্চন। এ কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘তারপরও আমি চিকিৎসক এবং চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো খারাপ মন্তব্য মন থেকে করতে চাইনি। পরিস্থিতির কারণে সকলে অশান্ত। তার উপরে আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রভাবও পড়েছে। আমিও আন্তরিকভাবে নির্যাতিতার জন্য ন্যায়বিচার চাইছি।’

গত মাসের শুরুর দিকে কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকে উত্তাল কলকতা। সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছেন অভিনয়শিল্পীরাও। কলকাতার চিকিৎসকরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন— ‘সরকারি বেতন-বোনাস নেবেন তো?’ আর এতেই ক্ষুব্ধ কাঞ্চনের সহশিল্পী ও সাধারণ মানুষ। রীতিমতো তোপের মুখে পড়েন এই অভিনেতা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়