ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘আমি যতদিন সালমান স্যারের সঙ্গে আছি, ততদিন তাকে রক্ষা করব’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:২৬, ৫ সেপ্টেম্বর ২০২৪
‘আমি যতদিন সালমান স্যারের সঙ্গে আছি, ততদিন তাকে রক্ষা করব’

সালমানের নিরাপত্তায় শেরা (ডানে)

বিশ্বস্ত ও অনুগত দেহরক্ষী থাকা তারকাদের জন্য আশীর্বাদ। যেমন— বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডে, শাহরুখ খানের রবি সিং। তাদের মতো বলিউড অভিনেতা সালমান খানেরও ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছে। তার নাম শেরা।

সালমান খানের জীবন সংশয় রয়েছে, এজন্য ভারত সরকার তাকে নিরাপত্তা দিয়ে থাকেন। তবে দীর্ঘ ২৫ বছর ধরে সালমান খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন শেরা। কয়েক দিন আগে জুম টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন শেরা। এ আলাপচারিতায় সালমানের প্রতি তার আনুগত্যের কথা প্রকাশ করেছেন।

শেরা বলেন, ‘আমি তার প্রতি অনুগত। কারিনা কাপুর খান, হৃতিক রোশান বা ক্যাটরিনা কাইফের মতো অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে যদি আমাকে দেখেন, তবে জেনে রাখবেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সালমান খান নির্দেশ দিয়েছেন। অন্যথায়, আমার আনুগত্য তার (সালমান খান) প্রতি, অন্য কারো প্রতি নয়।’

আরো পড়ুন:

সালমান খানের নিরাপত্তারক্ষী হওয়ার গল্প জানিয়ে শেরা বলেন, ‘সোহেল খানের প্রোডাকশনের শুটিংয়ের সময়ে সালমান স্যারের সঙ্গে আমার পরিচয় হয়। শো চলাকালীন সালমান স্যারের নিরাপত্তার জন্য সোহেল ভাই আমাকে ডেকেছিলেন। ওই সময়ে সোহেল খান আমাকে সালমান খানের সঙ্গে থাকার অনুরোধ করেন এবং আমি রাজি হয়ে যাই। আমি তার (সালমান) শোতে যেতে শুরু করি, সময়ের সঙ্গে সঙ্গে সালমান স্যারের সঙ্গে আমার একটি বন্ধন তৈরি হয়।’

যতদিন সালমান খানের সঙ্গে আছেন, ততদিন তাকে রক্ষা করার প্রতিশ্রুতির কথা জানিয়ে শেরা বলেন, ‘আমি সর্দার আর সে (সালমান) পাঠান। আমি সালমান স্যারকে বলেছিলাম, ‘আমি যতদিন আপনার সঙ্গে আছি, ততদিন আপনাকে রক্ষা করব।’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়