ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বিচ্ছেদের ঘোষণার বিষয়ে অন্ধকারে ছিলাম: জয়ম রবির স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৪
বিচ্ছেদের ঘোষণার বিষয়ে অন্ধকারে ছিলাম: জয়ম রবির স্ত্রী

তামিল সিনেমার জনপ্রিয় নায়ক জয়ম রবির সংসার ভেঙে গেছে। ৯ সেপ্টেম্বর মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) বিবৃতি পোস্ট করে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তিনি জানান, স্ত্রী আরতির সঙ্গে আলোচনা করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৫ বছরের দাম্পত্য জীবনে রবি-আরতির দুটো পুত্র সন্তান রয়েছে। কিন্তু রবির সন্তানেরা ও তার স্ত্রী আরতি কেউই বিচ্ছেদের ঘোষণার বিষয়ে জানতেন না। বুধবার (১১ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে এমনটাই দাবি করেছে আরতি।

আরো পড়ুন:

আরতি বলেন, ‘আমাদের বিয়ে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার ঘটনায় আমি মর্মাহত এবং দুঃখিত। আমার সম্মতি না নিয়ে, আমাকে কিছু না জানিয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার দুই সন্তান ও আমি এই ঘোষণার বিষয়ে অন্ধকারে ছিলাম। আমাদের ১৮ বছরের ইতিহাস। আমি বিশ্বাস করি, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মান ও গোপনীয়তা প্রয়োজন।’ 

জয়ম রবি সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আরতিকে নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে আক্রমণ করে কথা বলছেন। এসবই তার নজরে এসেছে। কিন্তু এসব নিয়ে কোনো মন্তব্য করতে চান না আরতি। বরং সন্তানদের প্রতি অধিক যত্নশীল হতে চান বলেও এ বিবৃতে উল্লেখ করেছেন আরতি। 

কয়েক মাস আগে জয়ম-আরতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন চাউর হয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে ছবি মুছে ফেলায় তা আরো জোরালো হয়েছিল। পরবর্তীতে এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন এই জুটি। সর্বশেষ সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।

২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরতি-জয়ম রবি। এ দম্পতির দুটো পুত্রসন্তান রয়েছে। তাদের পুত্র আরাভ অভিনয়েও পা রেখেছে। ২০১৮ সালে ‘টিক টিক টিক’ সিনেমায় অভিনয় করে। 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়