ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সালমান-রাশমিকার দলে যোগ দিলেন কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:১১, ১১ সেপ্টেম্বর ২০২৪
সালমান-রাশমিকার দলে যোগ দিলেন কাজল

পরিচালক এ আর মুরুগাদোস নির্মাণ করছেন ‘সিকান্দার’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন সালমান খান। আর তার বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এবার সিনেমাটিতে যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে ফিল্মফেয়ার জানিয়েছে, সালমান-রাশমিকার সিনেমায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সিনেমাটিতে আকর্ষণীয় একটি চরিত্রে দেখা যাবে তাকে। এই তিন তারকা ছাড়াও ‘বাহুবলী’ তারকা সত্যরাজ প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন। প্রতীক পাতিল বাব্বরকে সিনেমাটির প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে।

বর্তমানে মুম্বাইয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলছে। এর শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন সালমান খান। এ দুর্ঘটনায় সালমানের পাঁজরের হাড় ভেঙেছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

আরো পড়ুন:

মুম্বাইয়ের শুটিং শিডিউল শেষে পুরো টিম চলে যাবে হায়দরাবাদে। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালে ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ‘সিকান্দার’ ছাড়াও কাজলের হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।

কাজল আগরওয়াল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। এস শঙ্কর নির্মিত আলোচিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন— কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। গত ১২ জুলাই বিশ্বের ১ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় এটি। ১৫১ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২৫০-৩০০ কোটি রুপি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়