ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হাউজফুল ফাইভ: অক্ষয়ের সঙ্গে একঝাঁক তারকা অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৪
হাউজফুল ফাইভ: অক্ষয়ের সঙ্গে একঝাঁক তারকা অভিনেত্রী

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউসফুল। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির চারটি সিনেমা মুক্তি পায়। এবার সিনেমাটির পঞ্চম কিস্তি নির্মিত হতে যাচ্ছে। এটি নির্মাণ করছেন তরুণ মনসুখানি। নতুন এ কিস্তিতে থাকছেন একঝাঁক তারকা অভিনেত্রী। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “হাউজফুল ফাইভ’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেস, নার্গিস ফাখরি, সোনম বাওয়াজ, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা। প্রতিটি চরিত্র সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ। কাস্টিংয়ের ক্ষেত্রে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং তাদেরকে সিনেমাটির জন্য চূড়ান্ত করেছেন। নতুন এই যাত্রা শুরু করার জন্য ‘হাউজফুল ফাইভ’ টিম মুখিয়ে আছেন।”

শুটিং শুরুর বিষয়ে সূত্রটি বলেন, “আগামী ১৫ সেপ্টেম্বর ‘হাউজফুল ফাইভ’ সিনেমার শুটিং লন্ডনে শুরু হবে। সেখানে ৪৫ দিনি শুটিং হবে। চলতি বছরের শেষের দিকে দ্বিতীয় শিডিউলের শুটিং করতে মুম্বাই ফিরবেন।”

আরো পড়ুন:

বরাবরের মতো অক্ষয় কুমারকে ‘হাউজফুল ফাইভ’ সিনেমায় মজার চরিত্রে দেখা যাবে। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে প্রমুখ।

উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পায় হাউজফুল ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউজফুল’। ২০১২ সালে মুক্তি পায় ‘হাউজফুল টু’। ২০১৬ সালে মুক্তি পায় ‘হাউজফুল থ্রি’। ২০১৯ সালে মুক্তি পায় ‘হাউজফুল ফোর’।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়