ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘ভাবিনি রাজেশ খান্নার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪
‘ভাবিনি রাজেশ খান্নার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে’

অক্ষয় কুমার, টুইঙ্কেল খান্না

বলিউডের প্রথম সুপারস্টার বলা হয় রাজেশ খান্নাকে। চিত্রনাট্যকার এবং গীতিকার জাভেদ আখতার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এমন একটা সময় ছিল ভারতের শিশুরা মা-বাবা উচ্চারণ শেখার আগেই রাজেশ খান্না উচ্চারণ করতে শিখে যেত! এই রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্না বলিউড অভিনেতা অক্ষয় কুমারের জীবনসঙ্গী। অক্ষয়-টুইঙ্কেল দম্পতিকে নিয়ে বলিউড বরাবর সরব থাকে। তারা দাম্পত্য জীবনে সফল জুটি হিসেবে অধিক পরিচিত। 

২০০১ সালের ১৭ জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন অক্ষয় এবং টুইঙ্কেল। তার আগে চুটিয়ে প্রেম করেছেন দুজন। কিন্তু বলিউড ইন্ডাষ্ট্রির অনেকেই সে কথা জানতেন না। অক্ষয় বলেছেন, ‘আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি রাজেশ খান্নার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে।’  এই অভিনেতা নাকি ভাবতেই পারেননি রাজেশ খান্নার মেয়েকে বিয়ে করতে পারবেন। 


বোঝাই যাচ্ছে, টুইঙ্কেল খান্নাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাওয়াকে পরম পাওয়া বলে মনে করে অক্ষয়।

আরো পড়ুন:

উল্লেখ্য, সম্প্রতি অক্ষয় তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’র ঘোষণা করেছেন। সিনেমাটি হরর কমেডি ঘরানার হতে চলেছে। তবে কালো জাদু এবং কুসংস্কারের বিরুদ্ধে ছবিটি বার্তা দেবে জানিয়েছেন নির্মাতারা। চলতি বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হতে পারে।

লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়