ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

প্রিয়াঙ্কার হাতে আরেকটি ট্যাটু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রিয়াঙ্কার হাতে আরেকটি ট্যাটু

প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার হাতে দৃষ্টিনন্দন একটি ট্যাটু আগে থেকেই আছে। এবার আরেকটি ট্যাটু যুক্ত হলো। প্রিয়াঙ্কা তার কব্জিতে ‘ড্যাডিজ লি’ল গার্ল’ লিখেছিলেন। ওই ট্যাটু বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার প্রিয়াঙ্কা তার বাহুতে এঁকেছেন একটি শিশুর মুখ। এই ট্যাটু নেটিজেনদের নজরে আসার পর থেকেই তারা মন্তব্য করতে শুরু করেন, ‘আরে এটা মালতির মুখ নাকি?’

প্রিয়াঙ্কা ফ্রান্সে স্বামী ও সন্তানের সঙ্গে অবকাশ যাপন করছেন। ফ্রান্সে তাদের ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। একটি ছোট ভিডিওতে দেখা গেছে ছোট্ট মালতী মেরি চোপড়া জোনাস প্রিয়াঙ্কার কোলে বসে চুল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। সাদা ও বাদামি ডোরাকাটা জামা পরা প্রিয়াঙ্কার ডান হাতে দেখা যাচ্ছে একটি মুখাবয়ব। বুঝতে সমস্যা হচ্ছে না যে ওটা মালতিরই মুখ।

উল্লেখ্য, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালের ডিসেম্বরে ঘটা করে বিয়ে করেন পপ তারকা নিক জোনাসকে। ২০২২ সালের জানুয়ারিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে সারোগেসির মাধ্যমে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। 

আরো পড়ুন:

লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়