ঢাকা     বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৪ ১৪৩১

৭৬তম এমি অ্যাওয়ার্ড পেলেন যারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
৭৬তম এমি অ্যাওয়ার্ড পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডের ৭৬তম আসর। এবারের আসরে বাজিমাত করেছে ‘শোগান’ সিরিজ। ২৫টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ১৮টি পুরস্কার জিতে নিয়েছে এটি। তা ছাড়াও গুরুত্বপূর্ণ চারটি পুরস্কার জিতেছে ‘দ্য বিয়ার’ ও ‘বেবি রেইন্ডার’।

উল্লেখ্যযোগ্য বিভাগে এমি বিজয়ী হলেন যারা:

সেরা কমেডি সিরিজ: হ্যাকস
সেরা ড্রামা সিরিজ: শোগান
সেরা লিমিটেড সিরিজ: বেবি রেইন্ডার
সেরা অভিনেত্রী (কমেডি): জেন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (কমেডি): জেরেমি অ্যালেন হোয়াই (দ্য বিয়ার)
সেরা অভিনেত্রী (ড্রামা): আনা সাওয়াই (শোগান)
সেরা অভিনেতা (ড্রামা): হিরোউকি সানাডা (শোগান)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জুডি ফস্টার (ট্রু ডিটেকটিভ: নাইট কান্ট্রি)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): রিচার্ড গাড (বেবি রেইন্ডার)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): লিজা কোলন-জায়াস (দ্য বিয়ার)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): জেসিকা গানিং (বেবি রেইন্ডার)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ল্যামোর্ন মরিস (ফারগো)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য ডেইলি শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
সেরা পরিচালক (কমেডি সিরিজ): ক্রিস্টোফার স্টোরার (দ্য বিয়ার)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): ফ্রেডরিক ও. ই. টয়ে (শোগান)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): স্টিভেন জাইলিয়ান (রিপলি)

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়