ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গায়ক হিমেশ রেশমিয়ার বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:১২, ১৯ সেপ্টেম্বর ২০২৪
গায়ক হিমেশ রেশমিয়ার বাবা মারা গেছেন

বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক, গায়ক, অভিনেতা হিমেশ রেশমিয়ার বাবা মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টম্বর) রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীত পরিচালক বিপিন রেশমিয়া। তার বয়স হয়েছিল ৮৭ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

রেশমিয়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু বনিতা থাপার সংবাদমাধ্যমটিকে বলেন, ‘উনার শ্বাসকষ্টের সমস্যা ছিল। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

শেষকৃত্যের কথা জানিয়ে বনিতা থাপার বলেন, ‘আমি তাদের পারিবারিক বন্ধু। বলতে পারেন পরিবারের সদস্যর মতো। আমি তাকে (বিপিন) পাপা বলে ডাকতাম। ১৯ সেপ্টেম্বর মুম্বাইয়ের জুহুতে পাপার শেষকৃত্য সম্পন্ন হবে।’

সংগীত পরিচালক হিসেবে বেশ খ্যাতি কুড়ান বিপিন রেশমিয়া। তার লেখা গান কণ্ঠে তুলেছেন সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, কিশোর কুমারের মতো শিল্পীরা।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়