ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

দেবকে নিয়ে সিনেমা বানাতে চান চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪
দেবকে নিয়ে সিনেমা বানাতে চান চয়নিকা চৌধুরী

নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। দীর্ঘ নির্মাণ ক্যারিয়ারে ৪ শতাধিক নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন। এরই মধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এবার চয়নিকা জানালেন, ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক দেবকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান তিনি।

এর আগে যৌথভাবে ভারতীয় বাংলা সিনেমা নির্মাণের প্রস্তাব পেয়েছিলেন চয়নিকা চৌধুরী। কিন্তু ব্যস্ততার কারণে তা ফিরিয়ে দেন। এসব বিষয় নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন চয়নিকা চৌধুরী।

এ আলাপচারিতায় চয়নিকা চৌধুরী বলেন, ‘টলিউডে আমার পছন্দের একগুচ্ছ মানুষ আছেন। সব সময়ের প্রিয় উত্তমকুমার-সুচিত্রা সেনের সিনেমা। ভালো লাগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রেখা, কাজল, মাধুরী দীক্ষিতকে। কিন্তু, দেবকে কী যে ভালো লাগে! ওর মধ্যে নায়কের সমস্ত গুণ রয়েছে। ওকে খুব আপন মনে হয়।’

আরো পড়ুন:

চিত্রনায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেবকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করে চয়নিকা চৌধুরী বলেন, ‘দেবকে নিয়ে একটা প্রেমের সিনেমা বানানোর স্বপ্ন দেখি। লোকে বলে, আমি নাকি প্রেমের গল্প খুব ভালো বানাতে পারি।’

দেবের বিপরীতে বেছে নিতে পারেন তার দুই ‘মানসকন্যা’ পরীমণি কিংবা বুবলীকে। চয়নিকার ভাষায়, ‘আমার প্রথম মেয়ে যেমন দেখতে, তেমনই মিষ্টি স্বভাবের। দ্বিতীয়জন দুর্দান্ত পেশাদার।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়