ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

‘অজান্তেই ঠিকরে পানি পড়ছে চোখ বেয়ে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২৪
‘অজান্তেই ঠিকরে পানি পড়ছে চোখ বেয়ে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও গণপিটুনিতে জাবি ছাত্র নিহতের ঘটনা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে। এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে সোচ্চার শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

তোফাজ্জল হোসেনকে মারধরের ঘটনার ভিডিও দেখে যে কেউ কেঁপে উঠবেন। শোবিজ অঙ্গনের তারকারাও বিস্মিত ও ব্যথিত। বিষয়টি ভীষণভাবে নাড়া দিয়েছে অনেক অভিনয়শিল্পীকে। ‘মব জাস্টিস’ নিয়ে সরব হয়েছেন তারকারা। আর তা প্রকাশ করতে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন শিল্পীরা।

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘ভাত! ভিডিওটি দেখতে পারলাম না, সম্ভব না, অজান্তেই ঠিকরে পানি পড়ছে চোখ বেয়ে! আমরা কি মানুষ?’ বিচার চেয়ে আরেক পোস্টে ছন্দা লেখেন, ‘আমি বিচার চাই। কিন্তু আমরা এতই অমানুষ জানি না বিচার আছে কি নাই।’

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে এ অভিনেত্রী লেখেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেন, ‘এত কথার দরকার নাই, রাজশাহী, ঢাবি, জাবি, মব জাস্টিসের নাম ধরে যারা মব ভায়োলেন্স করেছে, তাদের বিচার চাই।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়