হৃতিক-কিয়ারার রোমান্টিক গানের শুটিংয়ের ভিডিও ফাঁস
রাস্তায় দাঁড়িয়ে হৃতিক রোশান। তার পরনে জিন্সের প্যান্ট; গায়ে স্যান্ডু গেঞ্জি। তার ওপরে পরেছেন শার্ট; যার সবগুলো বোতাম খোলা। খানিকটা দূরে দাঁড়িয়ে অভিনেত্রী কিয়ারা আদভানি। তার পরনে পিঙ্ক কালারের মিনি ড্রেস। দৌড়ে গিয়ে হৃতিকের হাত ধরেন এই অভিনেত্রী। এরপর কয়েক স্টেপ নেচে পরস্পরকে জড়িয়ে ধরেন এই জুটি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। প্রিয় তারকা জুটিকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ‘ওয়ার টু’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। বর্তমানে তারা ইতালিতে অবস্থান করছেন। সেখানে রোমান্টিক একটি গানের শুটিং করছেন তারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থিরচিত্র সেখান থেকেই ফাঁস হয়েছে।
মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, ইতালির ভেনিসে শুটিং করছেন হৃতিক রোশান ও কিয়ারা আদভানি। টাস্কানি, লেক কোমো, নেপলস, আমালফি কোস্ট এবং সোরেন্টো উপদ্বীপে গানটির দৃশ্যধারণের কাজ হবে। যে গানের শুটিং করছেন এ গানের সুর করেছেন প্রীতম।
২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
ঢাকা/শান্ত