ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘আমি তো ভয় দেখাব, আমাকে ভয় পেলে আপনার চলবে?’

প্রকাশিত: ১৮:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪  
‘আমি তো ভয় দেখাব, আমাকে ভয় পেলে আপনার চলবে?’

তরুণ নির্মাতা আশফাক নিপুন। নির্মাণের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়েও ফেসবুকে মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই পরিচালক।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন অঙ্গনে সংস্কার চলছে। এবার সেই সংস্কার বিষয়ে মুখ খুললেন নির্মাতা নিপুন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে রোববার (২৯ সেপ্টেম্বর) একটি স্ট্যাটাস দিয়েছেন এই নির্মাতা।

আশফাক নিপুন এ স্ট্যাটাসে বলেন, ‘যদি সত্যিকারের সংস্কার করতে চান, তাহলে নিজেদের কোমরের জোর দিয়ে করেন, কারো হুমকি ধামকির ভয়ে না। দেশ আপনাদের সেই জায়গায় বসাইছে আপনাদের উপর ভরসা রেখেই। আমি তো ভয় দেখাব, আমাকে ভয় পেলে আপনার চলবে?’

আরো পড়ুন:

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড দ্বিতীয়বারের পুনর্গঠন করে নাম দেয়া হয়েছে— বাংলাদেশ চলচ্চিত্র সার্টফিকেশন বোর্ড। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যের নাম প্রকাশ করা হয়। প্রথম তালিকায় বোর্ড সদস্যের অন্যতম ছিলেন নির্মাতা আশফাক নিপুন। প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর নবগঠিত সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর নিপুন জানান, কমিটিতে থাকার প্রস্তাব গ্রহণ করেননি তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়