লিলির সৌজন্যে মায়া’র প্রদর্শনী, একঝাঁক তারকার উচ্ছ্বাস
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
তরুণ নির্মাতা রায়হান রাফি নির্মাণ করেছেন ‘মায়া’ সিনেমা। মাদক, নারীর সংগ্রাম, পারিবারিক টানাপড়েনসহ সমাজের নানা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। দীর্ঘ বিরতির পর এর মাধ্যমে একসঙ্গে পর্দায় ফিরলেন জনপ্রিয় জুটি মামনুন ইমন ও সারিকা সাবরিন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিঞ্জ অ্যাপে মুক্তি পেয়েছে এটি।
গতকাল সন্ধ্যায় জমকালো আয়োজনের মাধ্যমে সিনেমাটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ‘মায়া’ টিমের মামনুন ইমন, সারিকা সাবরিন ও রায়হান রাফি প্রমুখ। তা ছাড়াও সিনেমাটির নিবেদক প্রতিষ্ঠান রিমার্ক এইচবির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর হাসান ফারুকসহ লিলি টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমকসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও ‘মায়া’ সিনেমার অভিনেতা ইমন বলেন, ‘এটি আমার প্রথম ওটিটি কনটেন্ট, তাই আমার জন্য বিষয়টি সত্যিই মায়াময়। রায়হান রাফি তার অপূর্ব নির্মাণশৈলী দিয়ে দর্শকদের নিয়ে গেছেন এক সম্পূর্ণ ভিন্ন আবহে। আশা রাখি, সিনেমাটি দর্শকদের ভালোবাসায় সুপারহিট ওটিটি কনটেন্ট হিসেবে জায়গা করে নেবে।’
‘তুফান’ সিনেমা নির্মাণের আগে ‘মায়া’ নির্মাণ করেন রায়হান রাফি। এতথ্য উল্লেখ করে তিনি বলেন, “এটা আমার একদমই অন্যরকম একটা সিনেমা। আপনারা জানেন আমি সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম বানাই। এটি ‘তুফান’ সিনেমার আগেই বানিয়েছিলাম। বানানোর আগে চিন্তা করেছিলাম, এই সিনেমায় আমি এমন দু’জনকে কাস্ট করব, যারা এক সময়ে বড় স্টার ছিলেন, অনেক জনপ্রিয় ছিলেন এবং এখনো কাজ করছেন। তারা হলেন ইমন-সারিকা। আমার চ্যালেঞ্জ ছিল যে, এই দু’জনকে নতুন করে আবিষ্কার করার। সেটা আমি করেছি। এখন বাকিটা দর্শক দেখে জানাবেন।”
নির্মাতা রাফির প্রশংসা করে বিদ্যা সিনহা মিম বলেন, ‘যে কনটেন্টের নির্মাতা রায়হান রাফি, সেটা নতুন কিছুই হবে বলে আমার বিশ্বাস ছিল। সেই সঙ্গে ইমন ভাইয়াকে অনেক দিন পর নতুন একটা লুকে দেখেছি। সারিকাকেও নতুন রূপে হাজির করা হয়েছে। এই ওয়েব ফিল্মের তিনজন মানুষই আমার খুব কাছের।’
ইমন-সারিকার অভিনয়ের প্রশংসা করে দীঘি বলেন, ‘ইমন ভাই ও সারিকা আপু উভয়কেই নতুনভাবে আবিষ্কার করলাম। এখানে দুজনেই দারুণ অভিনয় করেছেন। অবশ্য, গল্পে দারুণ অভিনয় করার সুযোগও ছিল। আমার কাছে মনে হয়েছে দু’জনই পাল্লা দিয়ে অভিনয় করেছেন।’
উল্লেখ্য, দেশের প্রথম সারির বিউটি ব্র্যান্ড লিলি শুরু থেকেই দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের কনটেন্ট ও প্রচারণামূলক ইভেন্টে পৃষ্ঠপোষকতা করে আসছে ব্র্যান্ডটি।
ঢাকা/রাহাত/শান্ত