ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে গোবিন্দ, প্রকাশ্যে বুলেটের ছবি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৩০, ১ অক্টোবর ২০২৪
৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে গোবিন্দ, প্রকাশ্যে বুলেটের ছবি

ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন গোবিন্দর চিকিৎসক ডা. আগরওয়াল।

গোবিন্দর শারীরিক অবস্থা ব্যাখ্যা করে ডা. আগরওয়াল বলেন, ‘গুলি লাগার ফলে গোবিন্দর শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। এজন্য শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা আমরা তাকে পর্যবেক্ষণে রাখব। স্বাভাবিক হওয়ার পর তাকে হাসপাতাল ত্যাগের অনুমতি দেব।’

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। গুলিটি গোবিন্দর বাঁ পায়ের হাঁটুর হাড়ে আঘাত করে।

আরো পড়ুন:

গোবিন্দর শরীর থেকে বের করা বুলেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ডা. আগরওয়াল। তিনি জানান, গোবিন্দর বাঁ পায়ের হাড়ে আঘাত করেছে বুলেটটি। অস্ত্রোপচারের মাধ্যমে ৯ এমএম বুলেটটি বের করা হয়েছে।

৯ এমএম বুলেটের এ ছবি প্রকাশ করেন ডা. আগরওয়াল

এর আগে হাসপাতাল থেকে একটি অডিও বার্তা পাঠান গোবিন্দ। শারীরিক অবস্থার বর্ণনা করে ৬০ বছর বয়সি গোবিন্দ বলেন, ‘আমি গোবিন্দ। আমার ভক্ত, বাবা-মা ও ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো অনুভব করছি। আমি গুলিবিদ্ধ হয়েছি। কিন্তু এখন ভালো অনুভব করছি। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। আমার চিকিৎসক ডা. আগরওয়ালকে ধন্যবাদ; যারা আমার জন্য প্রার্থনা করেছেন, সবাইকে ধন্যবাদ।’

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) ভোরবেলায় বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। তার আগে নিজের লাইসেন্সকৃত রিভলবার চেক করার সময়ে ভুলবশত ফায়ার হয়। আর গুলি গিয়ে গোবিন্দর হাঁটুতে লাগে। পরে দ্রুত গোবিন্দকে হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘কলকাতায় আমাদের একটি শো ছিল। আজ সকাল ৬টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল। গোবিন্দজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়