ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জলদস্যুর গল্পে এক হলেন জিৎ-চঞ্চল

প্রকাশিত: ১৬:১২, ২ অক্টোবর ২০২৪  
জলদস্যুর গল্পে এক হলেন জিৎ-চঞ্চল

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। দেশের পাশাপাশি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায়ও নির্মাণ করেছেন কয়েকটি সিনেমা। জাজ প্রযোজিত সিনেমায় এর আগে অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। এবার জিৎ ও চঞ্চল চৌধুরীকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছে নতুন সিনেমা। চলতি বছরই এর নির্মাণ কাজ শুরু হবে বলে আগেই জানা যায়।

সূত্রটি জানায়, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। এরই মধ্যে এর গল্প লেখার কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে সিনেমাটির নাম ‘লায়ন’ ঠিক করা হয়েছে। তবে এর নাম পরিবর্তন হতে পারেও বলে সূত্রটি জানিয়েছে।

জলদস্যুর গল্পে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। এর অধিকাংশ শুটিং হবে সমুদ্রে।  

আরো পড়ুন:

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় চিত্রনায়ক শাকিব খান, জিৎ, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন, আরিফিন শুভ, শিপন মিত্র, ওপার বাংলার অঙ্কুশ, ওমকে অভিনয় করতে দেখা গেলেও দেখা যায়নি চঞ্চল চৌধুরীকে। প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীকে দেখা যাবে জাজের সিনেমায়।

এদিকে, নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় শাকিব খান-চঞ্চল চৌধুরীকে একসঙ্গে দেখা গিয়েছে। দ্বিতীয়বারের মতো চঞ্চল চৌধুরীর উপর আস্থা রাখছেন নির্মাতা রাফি।

ঢাকা/রাহাত/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়