ঢাকা     বুধবার   ০২ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৭ ১৪৩১

গুলিবিদ্ধ গোবিন্দর বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৭:৫৯, ২ অক্টোবর ২০২৪
গুলিবিদ্ধ গোবিন্দর বক্তব্যে ‘সন্তুষ্ট’ নয় পুলিশ

ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন তিনি। আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন গোবিন্দর চিকিৎসক ডা. আগরওয়াল।

এ ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। গোবিন্দর বক্তব্য রেকর্ড করেছে তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু গোবিন্দর বক্তব্যে সন্তুষ্ট হয়নি পুলিশ। নিউজ১৮ এ খবর প্রকাশ করেছে।

পুলিশের একটি সূত্র নিউজ১৮-কে বলেন, ‘জিজ্ঞাসাবাদে গোবিন্দ জানিয়েছেন লাইসেন্সকৃত রিভলবারটি ২০ ধরে ব্যবহার করছেন তিনি। রিভলবারটি আনলক ছিল। পরিস্কার করার সময়ে ভুলবশত গুলি বের হয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ বিশ্বাস করছে, এখানে নিয়মবর্হিভুত কিছু ঘটেনি। তবে গোবিন্দর ঘটনা বর্ণনায় তারা সন্তুষ্ট নন। বরং খুব শিগগির আবারো তার বক্তব্য রেকর্ড করা হতে পারে।’

আরো পড়ুন:

গোবিন্দর কন্যা টিনা আহুজাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, আরো তদন্ত চলছে বলেও সূত্রটি জানিয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। গুলিটি গোবিন্দর বাঁ পায়ের হাঁটুর হাড়ে আঘাত করেছে।

গতকাল হাসপাতাল থেকে একটি অডিও বার্তা পাঠান গোবিন্দ। শারীরিক অবস্থার বর্ণনা করে ৬০ বছর বয়সি গোবিন্দ বলেন, ‘আমি গোবিন্দ। আমার ভক্ত, বাবা-মা ও ঈশ্বরের আশীর্বাদে আমি এখন ভালো অনুভব করছি। আমি গুলিবিদ্ধ হয়েছি। কিন্তু এখন ভালো অনুভব করছি। আমার শরীর থেকে বুলেট বের করা হয়েছে। আমার চিকিৎসক ডা. আগরওয়ালকে ধন্যবাদ; যারা আমার জন্য প্রার্থনা করেছেন, সবাইকে ধন্যবাদ।’

গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘কলকাতায় আমাদের একটি শো ছিল। আজ সকাল ৬টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল। গোবিন্দজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়