ঢাকা     বৃহস্পতিবার   ০৩ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৮ ১৪৩১

ডিভোর্স নিয়ে মন্ত্রীর বেফাঁস মন্তব্য, চটেছেন নাগা-সামান্থা-নাগার্জুনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:৪১, ৩ অক্টোবর ২০২৪
ডিভোর্স নিয়ে মন্ত্রীর বেফাঁস মন্তব্য, চটেছেন নাগা-সামান্থা-নাগার্জুনা

কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে ভারতীয় দক্ষিণী সিনেমার তারকা দম্পতি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর। প্রাক্তন এ দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন তেলেঙ্গানার বন ও পরিবেশমন্ত্রী কোন্ডা সুরেখা।

গত মঙ্গলবার এ মন্ত্রী দাবি করেন— ‘সামান্থা ও নাগার বিচ্ছেদের পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত ছিল। এই চক্রান্তের পেছনে তৎকালীন মন্ত্রী‌ কেটি রামা রাওয়ের হাত ছিল।’ এ বক্তব্য প্রকাশ্যে আসার পর ভীষণ চটেছেন সামান্থা রুথ প্রভু, তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য ও তার প্রাক্তন শ্বশুর নাগার্জুনা আক্কিনেনি।

গতকাল বিকালে একটি বিবৃতি প্রকাশ করেন নাগার্জুনা আক্কিনেনি। তাতে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় মন্ত্রী কোন্ডা সুরেখার মন্তব্যের তীব্র নিন্দা জানাই। আপনার বিরোধীদের সমালোচনা করার জন্য রাজনীতি থেকে দূরে থাকা চলচ্চিত্র তারকাদের জীবন ব্যবহার করবেন না। অনুগ্রহ করে অন্যদের গোপনীয়তাকে সম্মান করুন।’

আরো পড়ুন:

মন্ত্রী কোন্ডার প্রতি অনুরোধ জানিয়ে নাগার্জুনা আক্কিনেনি বলেন, ‘দায়িত্বশীল জায়গায় থেকে একজন নারী হিসেবে আমার পরিবারের বিরুদ্ধে আপনার মন্তব্য ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অপ্রাসঙ্গিক। আপনার এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আপনাকে অনুরোধ করছি।’

বুধবার গভীর রাতে নাগা চৈতন্য তার সোশ্যাল মিডিয়া বিতর্কের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন। তাতে এ নায়ক বলেন, ‘জীবনের সবচেয়ে বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম বিচ্ছেদের সিদ্ধান্ত। অনেক চিন্তাভাবনার পর, আমি এবং আমার প্রাক্তন স্ত্রী সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলাম। এটি শান্তিপূর্ণ সিদ্ধান্ত ছিল। আমাদের জীবনের লক্ষ্য ভিন্ন ছিল। আমরা প্রাপ্তবয়স্ক। পরস্পরের প্রতি সম্মান রেখে আমরা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মন্ত্রী কোন্ডা সুরেখার অভিযোগ মিথ্যা দাবি করে নাগা চৈতন্য বলেন, ‘আমাদের বিচ্ছেদের বিষয় নিয়ে এ পর্যন্ত বিভিন্ন ভিত্তিহীন, হাস্যকর গসিপ হয়েছে। আমার প্রাক্তন স্ত্রী ও তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধার কারণে আমি নীরব ছিলাম। কিন্তু এখন মন্ত্রী কোন্ডা সুরেখা অভিযোগ তুলেছেন; যা কেবল মিথ্যাই নয়, হাস্যকর এবং অগ্রহণযোগ্য।’

নাগা চৈতন্য প্রতিবাদ জানানোর পর সরব হন সামান্থা রুথ প্রভু। তার পথ অনুসরণ করে সামান্থাও সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করেছেন। তাতে এ নায়িকা বলেন, ‘আমার বিবাহবিচ্ছেদ একটি ব্যক্তিগত বিষয়। আমি অনুরোধ করছি যে, আপনি (কোন্ডা সুরেখা) এ সম্পর্কে চর্চা করা থেকে বিরত থাকুন। এ বিষয়গুলো গোপন রাখাই আমাদের পছন্দ।’

নাগার্জুনা, নাগা চৈতন্য ও সামান্থার প্রতিবাদের বিষয়টি মন্ত্রী কোন্ডা সুরেখারও নজরে পড়েছে। প্রতিবাদের মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে মন্ত্রী লেখেন— ‘শর্তহীনভাবে আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি।’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, দ্য ফ্রি প্রেস জার্নাল

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়