‘আমার স্বামীর জীবন কতটা জাহান্নাম করে দিই, সেটা দেখতে পাবেন’
ভারতের জনপ্রিয় টেলিভিশন নাটক ‘ওগো বধূ সুন্দরী’খ্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ছোট পর্দার পর রুপালি জগতেও পা রেখেছেন তিনি। তার অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঋতাভরী ও আবির চ্যাটার্জি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত সিনেমাটি আগামীকাল মুক্তি পাবে।
এ সিনেমার প্রচারের কাজ নিয়ে টানা ব্যস্ত সময় পার করছেন ঋতাভরী। কয়েক দিন আগে এ সিনেমার ট্রেইলার লঞ্চ হয়েছে। আর সে অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন— ‘আমি আমার স্বামীর জীবন কতটা জাহান্নাম করে দিই, সেটা দেখতে পাবেন।’ হঠাৎ এমন মন্তব্য কেন করলেন ঋতাভরী?
মূলত, ১ অক্টোবর ছিল ঋতাভরীর প্রেমিকের জন্মদিন। প্রিয় মানুষের বিশেষ দিনটি উদযাপন করতে মুম্বাই যাওয়ার পরিকল্পনা আগেই ঠিক করে রেখেছিলেন। কিন্তু বাধ সাধে ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠান। কারণ ১ অক্টোবরই ট্রেইলার লঞ্চের দিন ধার্য করা হয়।
ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘সিনেমার প্রমোশনের জন্য ডেট দেওয়া হচ্ছিল। আমি তখন আমার ম্যানেজারকে বলেছিলাম, আর যাই হোক ১ অক্টোবরে কোনো ডেট রেখ না, ওইদিন আমি কোনো প্রমোশনে যেতে পারব না। ওইদিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন, আমাকে বম্বে যেতে হবে। ঠিক কয়েকদিন আগে, সমস্ত প্ল্যানিং হয়ে গিয়েছে যে আমি বম্বে যাব আবার পরেরদিন সকালেই ফিরে আসব। পরে জানতে পারি, ওই একটা দিনই সবার ডেট পাওয়া গিয়েছে ট্রেইলার লঞ্চের জন্য।’
কাজই ঋতাভরীর কাছে সবার আগে। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘এবার ট্রেইলার লঞ্চ হবে, সেখানে আমি থাকব না, এই আলোচনাটাই করার কোনো মানে নেই। কারণ শিবুদার প্রতি বা বহুরূপীর প্রতি যা কমিটমেন্ট, বিশ্বাস করো, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, হয়তো তোমাদের তার থেকেও বেশি ভালোবাসি। তাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ থাকবেও।’
কারণ ব্যাখ্যা করে ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘আজকে মানুষের ঘরে ঘরে, মনে মনে যে জায়গায় আমি পৌঁছাতে পেরেছি, কখনো শবরী হিসেবে, কখনো ফুল্লরা হিসেবে। আশা করছি, এবার পরী হিসেবেও। পরীর জীবনে অনেক শেড আছে, সেটা সিনেমা দেখলে বুঝতে পারবেন। আর আমি আমার স্বামীর জীবন কতটা হেল করে দিই, সেটাও দেখতে পাবেন।’
ঋতাভরী যখন এসব কথা বলেন, তখন তার পাশে মুখ চিপে হাসছিলেন আবির চ্যাটার্জি (পর্দায় ঋতাভরীর স্বামী)। তাকে দেখিয়ে ঋতাভরী বলেন, ‘এইরকম এক্সপ্রেশন ও দেয়। তবে এটাই হয়তো ও সিনেমায়ও দিতে চেয়েছিল।’
ঢাকা/শান্ত