ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

‘দেশে বাবা-মায়ের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করা অন্যরকম ব্যাপার’

প্রকাশিত: ১৬:৩২, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৩৫, ১০ অক্টোবর ২০২৪
‘দেশে বাবা-মায়ের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করা অন্যরকম ব্যাপার’

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এখন আমেরিকায় অবস্থান করছেন। ফলে পূজার আনন্দটা প্রবাসী বাঙালিদের সঙ্গে উপভোগ করছেন। তা ছাড়া সেখানে মন্দিরার আত্মীয়-স্বজন ও বন্ধুরাও রয়েছেন। তাদের সঙ্গে ঘুরছেন আর সময়টা উপভোগ করছেন বলে জানিয়েছেন এই নায়িকা।

মন্দিরা গণমাধ্যমে বলেন, ‘পূজায় নিজ দেশে যেরকম আনন্দ করতাম সেটা আমেরিকায় করতে পারছি না। নিজের দেশে নিজের বাবা-মায়ের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করা অন্যরকম একটা ব্যাপার থাকে, যেটা এখানে নেই।’

গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান মন্দিরা চক্রবর্তী। এই অভিনেত্রীর ভাষায়, ‘সিনেমার কাজেই আমেরিকায় এসেছি, খুব শিগগির দেশে ফিরব। দুটো সিনেমার শুটিং চলছে। ডিসেম্বরেই দেশে শুরু হবে আরেকটি সিনেমার শুটিং।’

আরো পড়ুন:

সম্প্রতি প্রথমবারের মতো প্রবাসী বাঙালিরা টাইমস স্কয়ারে পূজার আয়োজন করেন। সেখানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মন্দিরা। দেশ থেকে দূরে থেকেও পূজার এ আমেজ দারুণ উপভোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দিয়েছেন পূজা উদযাপনের ছবি।

মন্দিরা বললেন, ‘টাইমস স্কয়ার এমন একটা জায়গা, নিউ ইয়র্ক এলে সবাই এখানেই প্রথম আসেন। হাজার হাজার বাঙালির উপস্থিতিতে এখানে এত চমৎকার আয়োজনে পূজা উদযাপিত হচ্ছে, খুব ভালো লাগছে, অনেক উপভোগ করেছি।’

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়