ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পূজামণ্ডপে কাজল কেন মেজাজ হারালেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৩০, ১১ অক্টোবর ২০২৪
পূজামণ্ডপে কাজল কেন মেজাজ হারালেন?

পূজামণ্ডপে মেজাজ হারালেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে মুখার্জি বাড়ির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। এ মুহূর্তের স্থিরচিত্র ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রেগে গিয়ে কথা বলছেন কাজল। তার সামনে থাকা কয়েকজনকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ‘আপনারা সবাই জুতা পরে প্যান্ডেলের ভেতরে আসছেন। আপনার জুতা একপাশে রাখুন। কিছুটা সম্মান তো রাখুন, এটা তো পূজা।’

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ে দুর্গাপূজার আয়োজন করেছে রানী মুখার্জি, কাজল এবং অয়ন মুখার্জির পরিবার। সেখানে পূজার সময় দেবী দুর্গার পাশে কয়েকজন জুতা পরে অবস্থান করছিলেন। আর তা দেখেই রেগে যান কাজল।

আরো পড়ুন:

সপ্তমীর দিনও মেজাজ হারান অজয় ঘরণী কাজল। এদিন তার নিশানায় ছিলেন পাপারাজ্জিরা। অবশ্য, কাজলের রাগের সঙ্গত কারণও ছিল। এদিন নায়িকা এমন চেঁচামেচি শুরু করেছিলেন যে, রীতিমতো ভয়ে ওই স্থান থেকে সরে যান উপস্থিত আলিয়া ভাট থেকে অন্য তারকারাও। অষ্টমীর দিনও একই ঘটনা ঘটালেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়