ঢাকা     বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১ ১৪৩১

৪ তলা থেকে পড়ে ব্রিটিশ গায়কের মৃত্যু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:৩৮, ১৭ অক্টোবর ২০২৪
৪ তলা থেকে পড়ে ব্রিটিশ গায়কের মৃত্যু

হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন। বুধবার (১৬ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েনস এইরেসের একটি হোটেল এ ঘটনা ঘটে। বিখ্যাত ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ছিলেন ৩১ বছর বয়সি এই গায়ক। রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হোটেল ম্যানেজার জানান, তিনি হোটেলের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান। বাইরে থেকে পুলিশ দেখতে পেয়েছে, হোটেল রুমের বারান্দা থেকে এক ব্যক্তিকে পড়ে যাচ্ছে। লিয়াম পেইন মাদক বা অ্যালকোহল গ্রহণ করে থাকতে পারেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার কিছু সময় পর কাসাসুর পালেরমো হোটেলের বারান্দা থেকে পড়ে যান লিয়াম পেইন। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

আরো পড়ুন:

জরুরি স্বাস্থ্যসেবা সংস্থার প্রধান অ্যালবার্টো ক্রেসসেন্টি স্থানীয় টিভি চ্যানেলকে বলেন, ‘লিয়াম পেইনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন আছে।’

লিয়াম পেইন ওয়ান ডিরেকশন ব্যান্ডের কম্পোজার ও গিটারিস্ট ছিলেন। ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যায়। এর পর থেকে এই ব্যান্ডের শিল্পীরা এককভাবে কাজ করছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়