ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১১:৪১, ১৮ অক্টোবর ২০২৪
‘সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে’

কয়েক দিন আগে গুলি করে হত্যা করা হয় ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবেক মন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে। এ হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল।

এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। এরই মধ্যে প্রাণনাশের হুমকি পেলেন সালমান খান।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নাম্বারে সালমান খানকে হত্যার হুমকির মেসেজ পাঠানো হয়েছে। হুমকিদাতা একটি শর্ত জুড়ে দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

আরো পড়ুন:

ট্রাফিক পুলিশকে পাঠানো মেসেজে বলা হয়েছে, ‘বিষয়টিকে হালকাভাবে নেবেন না। সালমান খান যদি বেঁচে থাকতে চায় এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে বিরোধের অবসান চায়, তাহলে তাকে ৫ কোটি রুপি দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে।’

বাবা সিদ্দিকের হত্যাকাণ্ডের পর থেকেই সালমান খানের নিরাপত্তা নিয়ে নানা শঙ্কার কথা শোনা যাচ্ছে। সালমানের ছোট ভাই আরবাজ খান কয়েক দিন আগে জুম টিভিকে বলেন, ‘আমরা ভালো আছি। বলব না যে, আমরা পুরোপুরি ভালো আছি। কারণ পরিবারে অনেক কিছু ঘটছে।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়