ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

হত্যার হুমকি

৬০ জন নিরাপত্তারক্ষী নিয়ে শুটিং করবেন সালমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:০১, ১৮ অক্টোবর ২০২৪
৬০ জন নিরাপত্তারক্ষী নিয়ে শুটিং করবেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান।

রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ পরিস্থিতির মধ্যেও বিগ বসের শুটিং বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। কঠোর নিরাপত্তার মাঝে আজ শুটিং করবেন তিনি।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘বৃহস্পতিবার গভীর রাতেও বিগ বসের সেটে গিয়েছিলেন সালমান খান। কড়া নিরাপত্তার মাঝে আজও (১৮ অক্টোবর) শুটিং করবেন তিনি। শুটিং সেটে সালমান খানের নিরাপত্তায় ষাটের অধিক নিরাপত্তাকর্মী থাকবেন। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’

আরো পড়ুন:

বৈধ আধার কার্ড যাছাইবাছাইয়ের পর কেউ শুটিং সেটে প্রবেশ করার অনুমতি পাবেন বলেও সূত্রটি জানিয়েছেন।

সালমানের বন্ধু বাবা সিদ্দিককে হত্যার দায় নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। এই লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্য সালমানকে হত্যার হুমকি দিয়ে আজ ট্রাফিক পুলিশের কাছে মেসেজ পাঠিয়েছে।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, বাবা সিদ্দিককে হত্যার পর সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহারাষ্ট্র সরকার সালমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়