ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ঐশীর মধ্যে ভূতুড়ে ব্যাপার আছে!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:১৯, ২৬ অক্টোবর ২০২৪
ঐশীর মধ্যে ভূতুড়ে ব্যাপার আছে!

ঐশী, চিত্রনায়িকা

চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর মধ্যে নাকি ভূতুড়ে ব্যাপার আছে। সেজন্যই তাকে দেখে চেনা-অচেনা অনেকে হঠাৎ করে ভয় পেয়ে যায়। 

একটি সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘আমার মধ্যে একটু ভূতুড়ে ব্যাপার আছে। যারা আমাকে মাঝ রাতে দেখেছে এবং যাদের মধ্যে একটু ভূতের ভয় আছে তারা আমাকে দেখলে ভয় পায়।’

এই অভিনেত্রী একটি উদাহারণও দিয়েছেন। তিনি বলেন, ‘এক রাতে আমার ভাগনী দাঁত ব্রাশ করে মুখ মুছছিল। আমি দরজা খুলে দাঁড়িয়েছিলাম। ও আমাকে দেখেই চিৎকার দেয়। কারণ অন্ধকার ছিল, আমি অন্ধকারে দাঁড়িয়ে ছিলাম। সে হয়তো ভূত ভেবেছে।’

আরো পড়ুন:

এখানেই শেষ না। দিনের বেলায়ও নাকি ঐশীকে কেউ কেউ ভূত ভাবেন। একবার এক শপিংমলে নাইট ড্রেস ট্রায়াল দিচ্ছিলেন ঐশী। যেরকমটা হলিউডের হরর মুভিতে দেখা যায়, নাইট ড্রেসটা অনেকটা সেই রকম ছিল। চুল ছেড়ে নাইট ড্রেস পরে ট্রায়াল রুম  থেকে বের হন ঐশী। একজন দেখেই ভয়ে লাফিয়ে ওঠে। 

তাকে দেখে ভয় পাওয়ার কারণ হিসেবে ঐশী বলেন, আমি দেখতে অনেক ফর্সা। শুধুমাত্র এই কারণে নয়, আমার মধ্যে  ভূতুড়ে ব্যাপার অবশ্যই আছে। এই কারণে লোকে আমাকে দেখে ভয় পায়। 

উল্লেখ্য, ঐশী ‘যাত্রী’ নামে একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়