ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৫২, ২৬ অক্টোবর ২০২৪
‘ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না’

শাহরুখ খান, গৌরী খান

বলিউড কিং শাহরুখ এবং গৌরী খানের প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে আরিয়ানের জন্ম। আরিয়ানের জন্ম দিতে গিয়ে নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন গৌরী খান। শাহরুখের মনে হয়েছিল, হয়তো গৌরী বাঁচবেন না। পরিস্থিতি দেখে শাহরুখের নাকি সন্তানের কথা মনেই ছিল না! তিনি মনে প্রাণে চাচ্ছিলেন, গৌরী যেন সুস্থ হয়ে ওঠে।

`কফি উইথ করণ' শোতে শাহরুখ খান বলেন, ‘আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলাম। আমি দেখছিলাম গৌরী ঠক ঠক করে কাঁপছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো ও বোধহয় বাঁচবে না। সে সময় সন্তানের কথা মাথাতেই ছিল না। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি।ভয় পাচ্ছিলাম গৌরীকে নিয়ে।’

আরো পড়ুন:

শাহরুখ খান আরও বলেছেন, `আমি কখনও ভাবিনি গৌরী খুব ভালো মা হয়ে উঠবে। কিন্তু সে ভালো মা হয়ে উঠতে পেরেছে।  যে সংসারে আমার মতো বাবা আছে সেখানে ঠিক ওর মতো মায়ের প্রয়োজন। আমি জীবনে অনেক ভুল করেছি। অনেক খারাপ কাজও করেছি। কিন্তু গৌরী নীরব থেকেছে, আমাকে সামলেছে। গৌরীই তাকে মাটির মানুষ হতে শিখিয়েছে।’

উল্লেখ্য, ৩৩ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খান। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। আরিয়ান, সুহানা ও আব্রাম।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়